ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ধর্ম প্রতিমন্ত্রীর সৌদি ইমিগ্রেশন সেন্টার কার্যক্রম পরিদর্শন

প্রকাশিত: ০৯:৩৮, ৪ জুন ২০১৯

 ধর্ম প্রতিমন্ত্রীর সৌদি ইমিগ্রেশন সেন্টার কার্যক্রম পরিদর্শন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় সৌদি আরবের ইমিগ্রেশন সেন্টার কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। রবিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক টার্মিনালের ১১নং গেট সংলগ্ন হজ ইমিগ্রেশন জোন স্থাপন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি ইমিগ্রেশন জোন স্থাপনের সঙ্গে সম্পৃক্ত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং দ্রুততম সময়ে অবশিষ্ট কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেন। ধর্ম প্রতিমন্ত্রী মক্কা আল মোকাররমা, সৌদি আরবে অনুষ্ঠিত কোরান ও সুন্নার আলোকে মধ্যপন্থা ও উদারতার মূল্যবোধ বিষয়ে ওয়ার্ল্ড মুসলিম লীগের ব্যবস্থাপনায় আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগদান শেষে রবিবার রাত ১১টায় দেশে ফেরেন। সৌদি সরকারের মক্কা রোড ইনিশিয়েটিভসের আওতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় আসন্ন হজে বাংলাদেশী হজযাত্রীদের প্রি-এ্যারাইভাল ইমিগ্রেশন সৌদি আরবের পরিবর্তনে ঢাকায় হবে।
×