ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডিমলায় যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন ॥ দুই দেবর গ্রেফতার

প্রকাশিত: ০৯:০৬, ২৭ মে ২০১৯

 ডিমলায় যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন ॥ দুই দেবর গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ মারুফা বেগম (২৮) নামে এক গৃহবধূকে যৌতুকের কারণে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন রবিবার সকালে বেধড়ক মারপিট করে। খবর পেয়ে মারুফার বাবার পরিবারের লোকজন ছুটে গেলে ৫জনকে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করা হয়। নীলফামারীর ডিমলায় উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামের এ ঘটনায় হামলাকারী মারুফার দুই দেবরকে গ্রেফতার করেছে পুলিশ। আহতদের ডিমলা হাসপাতালে ভর্তি করা হলে একজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা যায়, ২০১০ সালের ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামের মজনু মামুদের ছেলে শাহ আলমের সঙ্গে একই গ্রামের সফিয়ার রহমানের মেয়ে মারুফা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে ৪ সন্তান রয়েছে। বিয়ের সময় দুই লাখ টাকা যৌতুক প্রদান করলেও আরও এক লাখ টাকার দাবিতে মারুফার ওপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছিল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। রবিবার সকালে এক লাখ টাকার জন্য মারুফাকে বেধড়ক মারপিট করে ঘরের ভেতরে তালা দিয়ে রাখা হয়। খবর পেয়ে মারুফার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করতে গেলে শাহ আলম, ছোট ভাই মানিক, আবেদ তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় মারুফার ভাই মোকছেদ আলী, মোসলেম উদ্দিন, মোনাবুল, মারুফার মা মোসলেমা বেগম আহত হয়। এলাকাবাসী মারুফাসহ সকল আহতকে উদ্ধার করে ডিমলা হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে মারুফার বড় ভাই মোকছেদ আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মোসলেম উদ্দিন বাদী হয়ে ৫জনকে আসামি করে ডিমলা থানায় মামলা দায়ের করেন।
×