ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইপিএল ধারাভাষ্যে জামাল ভুঁইয়া

প্রকাশিত: ১০:৪৫, ২৬ মে ২০১৯

 ইপিএল ধারাভাষ্যে জামাল ভুঁইয়া

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র কয়েকদিন আগেই স্প্যানিশ লা লিগায় অভিষেক হয়েছিল জামাল ভুঁইয়ার। প্রথম বাংলাদেশী হিসেবে এইবারের বিপক্ষে লিওনেল মেসির বার্সিলোনার ম্যাচে ধারাভাষ্য দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক-ডিফেন্সিভ মিডফিল্ডার। এবার ইংলিশ প্রিমিয়ার লীগেও ধারাভাষ্য দেয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন তিনি। গত ১৮ মে লা লিগায় রিয়াল ভায়াদোলিদ বনাম ভ্যালেন্সিয়ার মধ্যকার ম্যাচের ধারাভাষ্য দিয়েছিলেন জামাল ভুঁইয়া। ম্যাচ শুরুর আগে সহকারী ভাষ্যকারদের বাংলাদেশের ফুটবল নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনি। এছাড়া বাংলাদেশসহ বিভিন্ন দেশের দর্শকরাও তাকে নানা প্রশ্ন করেন। মাইক্রোফোন হাতে উত্তর তো দিয়েছেনই, কথা বলেছেন ব্যক্তিগত পছন্দ-অপছন্দ আর বাংলাদেশের ফুটবলের ভবিষ্যত নিয়েও। ফিফা র‌্যাঙ্কিং নিয়ে জামালকে প্রশ্ন করা হয়েছিল। জিজ্ঞেস করা হয়েছিল আগামী তিন বছরে তিনি বাংলাদেশের ফুটবলকে কোথায় দেখতে চান। এই মুহূর্তে বাংলাদেশের র‌্যাঙ্কিং ১৮৮, এটি কিছুটা অস্বস্তি তৈরি করলেও জামাল স্পষ্ট জানিয়েছেন র‌্যাঙ্কিংটা ১২০-এর আশপাশে নিয়ে আসতে পারলে খুশি তিনি। আর এ মুহূর্তে এটিই লক্ষ্য তার। এরপর ১৯ মে বার্সিলোনা-এইবারের মধ্যকার ম্যাচের ধারাভাষ্য দেন জামাল। যা লাল-সবুজের দেশের ফুটবলের জন্য আসলেই বিশাল এক প্রাপ্তি। এবার পেয়েছেন ইপিএলে ধারাভাষ্য দেয়ার প্রস্তাব। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথম কোন বাংলাদেশী হিসেবে স্প্যানিশ লীগের মতো এত বড় একটা লীগে ধারাভাষ্য দেয়া আমার এবং আমার দেশের জন্য অনেক বড় কিছু। আমাকে ইংলিশ প্রিমিয়ার লীগ থেকেও ধারাভাষ্য দেয়ার জন্য অফার করা হয়েছে। আশাকরি সামনের মৌসুম থেকেই এটা করব আমি।’
×