ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঈদ-উল-ফিতরে বিটিভির বিশেষ ‘আনন্দমেলা’

প্রকাশিত: ০৯:৩৭, ২৬ মে ২০১৯

 ঈদ-উল-ফিতরে বিটিভির বিশেষ ‘আনন্দমেলা’

স্টাফ রিপোর্টার ॥ বিটিভির অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ‘আনন্দমেলা’। ঈদের এই অনুষ্ঠানটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। প্রতি ঈদেই এই অনুষ্ঠানটি প্রচার করা হয়। এরই ধারাবাহিকতায় এবারের ঈদ-উল ফিতরের বিশেষ অনুষ্ঠানমালায় বিটিভিতে প্রচার হবে বিশেষ ‘আনন্দমেলা’। এবারের ‘আনন্দমেলা’ গবেষণা, গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন এস এম হারুন-অর-রশীদ। প্রযোজনায় মোঃ মাহফুজার রহমান, মোহাম্মদ মনিরুল হাসান ও মোঃ এরশাদ হোসেন। এবারের ‘আনন্দমেলা’ উপস্থাপনা করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মেহেরীন।এবারের ‘আনন্দমেলা’য় রয়েছে ব্যতিক্রমী সব আয়োজন। এর মধ্যে ‘আলো আমার আলো’ শীর্ষক গানটি সম্মিলক কণ্ঠে পরিবেশন করেছেন দেশ বরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সুরের ধারার শিল্পীরা। রয়েছে ফেসবুকে ভাইরাল শিশু শিল্পী সাম্য গেয়েছে ‘মোর ঘুমো ঘরে এলে মনোহর’ শিরোনামের নজরুল সঙ্গীত। প্রখ্যাত শিল্পী মমতাজ এবং তার দুই মেয়ে রাইসা রোজ ও রুহানীর পরিবেশনায় ‘দোয়েল পাখি কন্যারে’ শিরোনামের গানটি শুনতে পারবেন দর্শক। এছাড়া চিত্রনায়িকা মাহিয়া মাহির পরিবেশনায় ‘জিতবে এবার জিতবে ক্রিকেট’ এবং ‘ঝিলমিল ঝিলমিল ম্যাজিক মা মনি’ গানের সঙ্গে নৃত্য। নৃত্য পরিবেশনায় ঈগলস ড্যান্স কোম্পানি। অনুষ্ঠানে মেহেরীন গেয়েছেন ‘তুমি যাযাবর আমার মনের ঘর’ গানটি। ‘জয় হোক জয় হোক’ গানে নৃত্য করেছেন ওয়ার্দা রিহ্যাব ও তার দল। এসব ছাড়াও বিভিন্ন স্কিডের অভিনয়ে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রোজী সিদ্দিকী, অভিনেতা আব্দুল্লাহ রানা, এ্যানি খান, সুজাত শিমুল, আরিফ হোসেন আপেলসহ আরও অনেকে।
×