ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৮:১৪, ২৫ মে ২০১৯

 এ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলা

মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট বৃহস্পতিবার উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগ করা হয়েছে, ২০১০ সালে সামরিক ও কূটনৈতিক নথি প্রকাশ করে তিনি মার্কিন গুপ্তচরবৃত্তি বিষয়ক আইন লঙ্ঘন করেছেন। তিনি একজন সাংবাদিক এমন দাবি এতে প্রত্যাখ্যান করা হয়েছে। বিচার বিভাগ এ্যাসাঞ্জের বিরুদ্ধে নতুন করে ১৭টি অভিযোগ আনে। অভিযোগ করা হয়, তিনি যুক্তরাষ্ট্রের নথি চুরির জন্য গোয়েন্দা বিশ্লেষক চেলসিয়া ম্যানিংকে নির্দেশ দেন। তার দেয়া মধ্যপ্রাচ্য ও চীন নামের ফাইলগুলোর গোপন সূত্রগুলো প্রকাশ করতে থাকেন। -এএফপি
×