ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বাস্থ্য থেকে তথ্য মন্ত্রণালয়ে ডা. মুরাদ হাসান

প্রকাশিত: ০৫:৪১, ১৯ মে ২০১৯

স্বাস্থ্য থেকে তথ্য মন্ত্রণালয়ে ডা. মুরাদ হাসান

অনলাইন রিপোর্টার ॥ স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (বিধি) শফিউল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ডা. মুরাদ হাসান জামালপুর-৪ আসন থেকে দুই লাখ ৫২ হাজার ৭৪৫ ভোটের মধ্যে দুই লাখ ১৭ হাজার ১৯৮ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন। এর আগের বার এমপি হয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন তিনি। ডা. মুরাদ হাসান বর্তমানে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক। এছাড়া তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য। তার বাবা বঙ্গবন্ধুর সহচর প্রয়াত অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক, মুজিবনগর সরকারের অস্থায়ী বিচারপতি এবং জেলা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি।
×