ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার নির্বাচনে ক্ষমতাসীন জোট জয়ী

প্রকাশিত: ১২:৫৭, ১৯ মে ২০১৯

অস্ট্রেলিয়ার নির্বাচনে ক্ষমতাসীন জোট জয়ী

জনকণ্ঠ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী স্কট মরিসনের নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থী জোট জয় পেয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ছয়টায় ভোট শেষ হয়। খবর বিবিসির। ৭০ শতাংশের বেশি ভোট গণনার পর দেখা যায় ক্ষমতাসীন জোট জয় পেয়েছে অথবা এগিয়ে আছে, সংখ্যাগরিষ্ঠতার জন্য ৭৬ আসন প্রয়োজন হলেও রাতে এ খবর লেখার সময় পর্যন্ত তারা ৭৪ আসন পেতে যায়। অপরদিকে একই সময়ে প্রতিদ্বন্দ্বী লেবার পার্টি ৬৬ আসন পায়। এর আগে নির্বাচনী জরিপগুলোতে লেবার পার্টি এগিয়ে ছিল এবং তারাই ক্ষমতায় আসছে বলে আভাস দিয়েছিল গণমাধ্যম। কিন্তু সবাইকে অবাক করে মরিসনের লিবারেল-ন্যাশনাল জোট ক্ষমতা ধরে রাখল। তার নেতৃত্বাধীন জোটকে পুনর্নিবাচিত করায় ভোটারদের ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী মরিসন। প্রকাশিত আংশিক ফলাফলে লিবারেল-ন্যাশনাল জোট এগিয়ে থাকার খবর আসার পর সমর্থকদের মরিসন বলেন, তিনি ‘সব সময় মিরাকলে বিশ্বাস করেন’। বিরোধীদল লেবার পার্টির নেতা বিল শর্টেন পরাজয় মেনে নিয়ে দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দেশটিতে প্রতি তিন বছর পর জাতীয় নির্বাচন হয়। কিন্তু ২০০৭ সালের পর এখন পর্যন্ত কোন প্রধানমন্ত্রী তার মেয়াদ শেষ করতে পারেননি।
×