ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দীপন হত্যা ॥ জিয়াসহ ২ জনের সম্পত্তি ক্রোকের আদেশ

প্রকাশিত: ১০:১৯, ১৭ মে ২০১৯

   দীপন হত্যা ॥ জিয়াসহ ২ জনের সম্পত্তি ক্রোকের আদেশ

কোর্ট রিপোর্টার ॥ জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় মেজর জিয়াসহ দুজনের সম্পত্তি ও মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। পলাতক অন্য আসামি আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান ওরফে হাসিবুল ওরফে আব্দুল্লাহরও সম্পত্তি ও মালামাল ক্রোকের নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোঃ মজিবুর রহমান এ আদেশ দেন। একই সঙ্গে বিচারক আগামী ৩০ জুন মামলার পরবর্তী কার্যক্রমের তারিখ ধার্য করেছেন। গত ১৯ মার্চ আট আসামির বিরুদ্ধে মামলার চার্জশীট গ্রহণ করে পলাতক ওই দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
×