ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেদেরারের হার মাদ্রিদে

প্রকাশিত: ১০:২১, ১২ মে ২০১৯

 ফেদেরারের হার মাদ্রিদে

স্পোর্টস রিপোর্টার ॥ বেশ কিছুদিন পর একটি রজার ফেদেরার-নোভাক জোকোভিচ ফাইনাল দেখার জন্য অপেক্ষায় ছিল মাদ্রিদ। কিন্তু অস্ট্রিয়ার ডোমিনিক থিয়েম যেন অপেক্ষা করছিলেন সব আশার উৎসব পন্ড করার জন্য। কোয়ার্টার ফাইনালেই সবার প্রত্যাশা ভেঙ্গে দিয়েছেন। সাবেক বিশ্বসেরা সুইজারল্যান্ডের রজার ফেদেরারকে হারিয়ে দিয়েছেন শেষ আটে। ফলে সেমিফাইনালে জোকোভিচের সঙ্গে ফাইনালে ওঠার লড়াই হবে থিয়েমের। অপর সেমিতে মাদ্রিদের রাজা স্পেনের রাফায়েল নাদাল দ্বিতীয় সেমিতে খেলবেন গ্রীক তারকা স্টেফানোস সিতসিপাসের বিরুদ্ধে। অর্থাৎ আরেকটি আকর্ষণীয় ফাইনালের আশা করতে পারেন টেনিসপ্রেমীরা। জোকোভিচ-নাদালের ফাইনালটা হতেই পারে এবার। গত তিন বছরে এবারই প্রথম কোন ক্লে-কোর্ট টুর্নামেন্টে খেলছেন ৩৭ বছর বয়সী ফেদেরার। দারুণ খেলছিলেনও। কিন্তু কোয়ার্টার ফাইনালে বেশ চাপের মুখে পড়েন চতুর্থ বাছাই ফেদেরার। প্রতিপক্ষ থিয়েমের বিরুদ্ধে প্রথম সেট জিততে পারলেও দ্বিতীয়টিতে ফেদেরারকে চেপে ধরেন এ অস্ট্রিয়ান। তুমুল লড়াইয়ের পর সেটটি টাইব্রেকে গড়ায়। সেখানেও তীব্র প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হন দু’জন। শেষ পর্যন্ত থিয়েমেরই জয় হয়েছে। ফলাফল নির্ধারণী তৃতীয় সেটে আর পারেননি ফেদেরার। দুইবার ম্যাচ পয়েন্ট পেয়েও হাতছাড়া করা থিয়েমই শেষ পর্যন্ত জিতেছেন ৩-৬, ৭-৬ (১৩-১১) ও ৬-৪ সেটে। গত মার্চে ২০ গ্র্যান্ডস্লাম জয়ী ফেদেরারকে ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালেও হারিয়ে দিয়েছিলেন ৫ নম্বর বাছাই থিয়েম। এবার বিশ্বের এক নম্বর জোকোভিচের বিপক্ষে অবতীর্ণ হবেন তিনি। সার্বিয়ান এ তারকা মারিন চিলিচের বিরুদ্ধে ‘ওয়াকওভার’ পেয়ে সেমিতে উঠেছেন। ক্রোয়াট তারকা হঠাৎ করেই খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। সে কারণেই নামতে পারেননি। ‘ক্লে-কোর্টের রাজা’ দ্বিতীয় বাছাই নাদাল কোয়ার্টার ফাইনালে উড়িয়ে দিয়েছেন সুইজারল্যান্ডের তারকা স্টানিসলাস ওয়াওরিঙ্কাকে। দুরন্ত নাদাল জিতেছেন ৬-১, ৬-২ সেটে। ৫ বার মাদ্রিদে শিরোপা জেতা এ বাঁহাতি স্প্যানিশ তারকা মাত্র ৬৯ মিনিট সময় নিয়েছেন ওয়াওরিঙ্কাকে হারানোর জন্য। ফাইনালে হয়তো এবার দেখা হয়েই যাবে জোকোভিচ-নাদালের। কারণ সেমিতে নাদালের প্রতিপক্ষ নবম বাছাই উদীয়মান গ্রীক তারকা সিতসিপাস। গতবার মাদ্রিদে শিরোপা জিতে চমকে দেয়া জার্মান তরুণ আলেক্সান্দার ভেরেভকে তিনি হারিয়েছেন শেষ আটের লড়াইয়ে। তিন নম্বর বাছাইয়ের বিরুদ্ধে তিন সেটের ম্যাচে সিতসিপাস জয় তুলে নেন ৭-৫, ৩-৬, ৬-২ সেটে।
×