ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাবুগঞ্জে সরকারী ঘর দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৯:১৪, ১১ মে ২০১৯

 বাবুগঞ্জে সরকারী  ঘর দেয়ার নামে অর্থ হাতিয়ে  নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাবুগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের সহজ সরল দরিদ্র পরিবারকে সরকারী ঘর দেয়ার নামে প্রতারণার মাধ্যমে লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চাঁদাপাশা ইউনিয়নের কালিকাপুর গ্রামের রাজমাথা এলাকার মৃত মেয়াজান হাওলাদারের পুত্র ফজলুল হক মুহুরি ও তার সহযোগী রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামে হাকিম হাওলাদারের স্ত্রী পারুল বেগম এলাকার সহজ সরল মানুষের কাছ থেকে সরকারী ঘর পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। সরেজমিনে লোহালিয়া গ্রামের শতাধিক ব্যক্তি অভিযোগ করেন, তাদের সরকারী ঘর ও বিভিন্ন সুযোগসুবিধা পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে ফজলুল হক ও পারুল বেগম পাঁচ হাজার থেকে ১৫ হাজার টাকা করে উত্তোলন করে হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগী আলো বেগম বলেন, ঘর পাওয়ার আশায় সাত মাস আগে এনজিও থেকে টাকা উত্তোলন করে ফজলুল হকের হাতে ১২ হাজার টাকা দিয়েছি। এখন আর তার (ফজলুল) কোন দেখা নাই। একই গ্রামের আলমাস বেপারী, আশ্রাফ হাওলাদার, আব্দুস সোবাহান, সেতারা বেগমসহ বেশ কয়েকজনে অভিযোগ করেন, পারুল বেগমের মাধ্যমে ফজলুল হক তাদের সরকারী ঘর, বয়স্ক, বিধবা ভাতাসহ বিভিন্ন সরকারী অনুদান পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে টাকা উত্তোলন করে গা-ঢাকা দিয়েছে। একইভাবে ওই প্রতারক চক্র কেদারপুর ইউনিয়নের অর্ধশতাধিক ব্যক্তির কাছ থেকে সরকারী ঘর পাইয়ে দেয়ার আশ্বাসে ১৫ হাজার টাকা করে উত্তোলন করেছে। স্থানীয় ইউপি সদস্য জেলানি সাজোয়াল বলেন, অর্থ হাতিয়ে নেয়ার কথা শুনেছি। রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার মাহমুদ বলেন, বিষয়টি শুনেছি, তবে কেউ আমার কাছে অভিযোগ করেননি।
×