ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বাসের ধাক্কায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত: ১০:৫২, ৬ মে ২০১৯

 রাজধানীতে বাসের ধাক্কায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তার মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কাওলার কাছে মোজাম্মেল হক (৪৫) নামের ওই ব্যাংক কর্মকর্তা দুর্ঘটনায় পড়েন। মোজাম্মেল হক মোটরসাইকেল চালিয়ে উত্তরার দিকে যাচ্ছিলেন জানিয়ে ওসি বলেন, সকাল ১০টার পরে বিমানবন্দর ও লামেরিডিয়ান হোটেলের মধ্যবর্তী পদ্মা অয়েল পাম্প গেটের সামনে বিমানবন্দরগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেল চালক মোজাম্মেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা উইম্যান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুপুরে তাকে মৃত ঘোষণা করেন। ঢাকার ধামরাইয়ের বাসিন্দা মোজাম্মেল গ্রামীণ ব্যাংকের নারায়ণগঞ্জ শাখায় কর্মরত ছিলেন বলে জানান ওসি নূরে আজম। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। বাসটি জব্দ করা গেলেও চালক পলাতক। মোজাম্মেলের বাড়ি ধামরাইয়ের বাথুলী গ্রামে। তিনি রূপগঞ্জ শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মোটরসাইকেলের কাগজপত্র ঠিক করতে উত্তরা গিয়েছিলেন তিনি।
×