ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনাও শ্রমিকদের প্রকৃত বন্ধু ॥ মন্নুজান

প্রকাশিত: ১০:২৬, ৬ মে ২০১৯

 বঙ্গবন্ধুর মতো শেখ  হাসিনাও শ্রমিকদের  প্রকৃত বন্ধু ॥ মন্নুজান

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকদের খুব ভালবাসতেন। সবসময় আগলে রাখতেন। বঙ্গবন্ধুর মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শ্রমিকদের ভালবাসেন, আগলে রাখেন। প্রকৃত বন্ধুর মতো সুখ দুঃখে সঙ্গে থাকেন। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে ‘শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে বঙ্গবন্ধুর ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এসব কথা বলেন। আওয়ামী পেশাজীবী হিসাববিদ পরিষদ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আসাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম। মূলপ্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম উদ্দিন। মন্নুজান সুফিয়ান বলেন, আমাদের দেশে শ্রমিকদের অনেক সমস্যা। বর্তমান সরকার এসব সমস্যা নিয়ে সমাধানে কাজ করে যাচ্ছে। শ্রমিকদের সব দাবি পূরণে আন্তরিকভাবে চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নিজে। তিনি বলেন, দেশের সব উন্নয়নে শ্রমিকদের ভূমিকা সবার আগে। সামর্থ্য থাকা সত্ত্বেও আমি ভাল শাড়ি ব্যবহার করি না। ভাল শাড়ি ব্যবহার করলে মনে হয় শ্রমিকদের কাছ থেকে দূরে চলে যাচ্ছি। শ্রমিকরা চাইলে দেশটাকে লন্ডভন্ড করতে পারেন আবার দ্রুত সময়ের মধ্যে সোনার বাংলাদেশও গড়তে পারেন। আমিনুল ইসলাম বলেন, পৃথিবীর কোন রাষ্ট্রনায়কই বঙ্গবন্ধুর মতো বলতে পারেননি ‘আমার শ্রমিক-আমার কৃষক।’ কতটা আপন ভাবলে সবাইকে নিজের করে নেয়া যায় তার প্রকৃষ্ট উদাহরণ বঙ্গবন্ধু।
×