ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ॥ তদন্তের নির্দেশ

প্রকাশিত: ০৯:২৯, ৬ মে ২০১৯

 ছাত্রীকে শ্লীলতাহানির  অভিযোগ ॥  তদন্তের নির্দেশ

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ কামারখন্দে আয়শা সিদ্দিকা নামে এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে রবিবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২য় আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন সিরাজগঞ্জ সরকারী কলেজের মাস্টার্স প্রথম বর্ষের ছাত্রী আয়শা সিদ্দীকা। শুনানি শেষে বিচারক আব্দুল্লাহ আল মামুন মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে নির্দেশ দিয়েছেন। আসামিরা হলো, কামারখন্দ উপজেলার নান্দিনা কামালিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৪৫), সোবাহান মাস্টারের ছেলে হাসানুর রহমান (৩৫) এবং সাইদুল ইসলামের ছেলে মাহফুজ (১৯)। মামলার বাদীর পক্ষের আইনজীবী ইন্দ্রজিত সাহা এ তথ্য নিশ্চিত করে জানান ৩ মে কলেজ ছাত্রী আয়শা সিদ্দিকা গরমের কারণে রাত ৯টার দিকে বাড়ির সামনে রাস্তায় হাঁটাচলা করছিলেন। এ সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা কলেজছাত্রীকে জড়িয়ে ধরে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। এ সময় কলেজ ছাত্রীর চিৎকারের স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। তিনি বলেন, আসামিরা প্রায়ই তাকে রাস্তা ঘাটে উত্ত্যক্ত করত, কুপ্রস্তাব দিত। এ কারণে সে বাড়ি থেকে বের হতে পারতেন না।
×