ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যবসা সূচকের উন্নয়নে সংস্কার কার্যক্রম আসছে

প্রকাশিত: ১২:০৫, ২৮ এপ্রিল ২০১৯

ব্যবসা সূচকের উন্নয়নে সংস্কার কার্যক্রম আসছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সহজে ব্যবসা সূচকে বাংলাদেশ ভাল অবস্থান নিশ্চিত করতে পারলে দেশী-বিদেশী বিনিয়োগ আরও গতিশীল হবে। অর্থনীতিবিদরা এমন মতামত তুলে ধরে বলছেন, এক্ষেত্রে মানসম্পন্ন বিদ্যুত ও গ্যাসের জোগানের পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাজের স্বচ্ছতা জরুরী। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বলছে, ব্যবসা সূচকে উন্নয়নে করণীয় কাজগুলো চিহ্নিত করে বেশকিছু সংস্কার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। কয়েকবছর ধরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি গড়ে সাত শতাংশের ওপরে। সেইসঙ্গে বাড়ছে রফতানিও। তবে অর্থনীতির এসব সূচক দেশে ব্যবসার পরিবেশের চিত্র পুরোপুরি প্রকাশ করে না। কেননা বিশ্বব্যাংকের সহজে ব্যবসা সূচকে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায় দেশগুলোর মধ্যে সবচেয়ে পিছিয়ে। বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী-ব্যবসা শুরু করতে, ঋণপ্রাপ্তিতে, ভবন বা কারখানা নির্মাণের অনুমতি পেতে, বৈদেশিক বাণিজ্যে স্থানীয় ব্যবসায়ীদের আগের বছরের তুলনায় বেশি সময় লাগছে। তবে বিদ্যুত সংযোগ পাওয়া, ভূমি নিবন্ধন, করপ্রদানের মতো কাজ আগের তুলনায় দ্রুত করা যাচ্ছে। অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ বলেন, দেশী বা বিদেশী বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য সবার আগে প্রয়োজন অবকাঠামোর উন্নয়ন। এর পাশাপাশি ব্যবসার জন্য প্রয়োজনীয় নথিপত্র পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ করতে হবে।
×