ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দৃষ্টিপ্রতিবন্ধী হল সংসদ নেতাকে হেনস্থার অভিযোগ

প্রকাশিত: ০৯:৪৫, ২০ এপ্রিল ২০১৯

 দৃষ্টিপ্রতিবন্ধী হল  সংসদ নেতাকে  হেনস্থার অভিযোগ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের সাধারণ সভায় সংস্কৃতি সম্পাদক ইমরান হাসানের বিরুদ্ধে সমাজসেবা সম্পাদক দৃষ্টিপ্রতিবন্ধী আবুল হোসেন তাকে হেনস্থা ও অকথ্য ভাষায় গালাগালি করার অভিযোগ করেছেন। বুধবার রাত ১১টার পর হল সংসদে এ ঘটনা ঘটে। আবুল হোসেন অভিযোগ করেন, গত বুধবার রাতে হলের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কার্যকরী সভা হয়। সভায় পহেলা বৈশাখে হল থেকে খাবার বিতরণের বিষয়ে তাকে কেন জানানো হয়নি- এ বিষয়ে হলের ভিপি এবং জিএস এর কাছে প্রশ্ন করি। হলের ভিপি শহিদুল হক শিশির তখন বলেন, এই অনুষ্ঠানে সমাজসেবা সম্পাদকের কোন কাজ নেই। পহেলা বৈশাখ উদ্যাপনের বিষয়ে সাংস্কৃতিক সম্পাদকের পাশাপাশি সমাজসেবা সম্পাদকেরও দায়িত্ব রয়েছে দাবি করি। এ কথার প্রতিবাদ করতে গেলে সংসদের সংস্কৃতি সম্পাদক অকথ্য ভাষায় আমাকে গালাগালি করে। এক পর্যায়ে তিনি পেটানোর জন্য চেয়ার নিয়ে তেড়ে গিয়েছেন বলে অভিযোগ করেছেন দৃৃষ্টিপ্রতিবন্ধী আবুল হোসেন। এ বিষয়ে জানতে চাইলে সমাজসেবা সম্পাদক আবুল হোসেন বলেন, আমি সবসময়ই সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের বিষয়ে সংসদের আলাচনায় বলি। কিন্তু আমি প্রতিবন্ধী হওয়ায় আমাকে হেয় প্রতিপন্ন করে সবসময় মাইনাস করতে চায়। এমন দৃষ্টিভঙ্গি থেকে সংস্কৃতি সম্পাদক ইমরান আমাকে হেনস্থা করেছে। নির্বাচিত হওয়ার পর থেকেই সংসদে ভালভাবে কাজ করতে পারছি না। সংসদের অন্যদের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চাওয়া হলেও তারা কোন সদুত্তর দেন না। ইমরান হাসান হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলম রাব্বানীর অনুসারী। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইমরান হাসান বলেন, পহেলা বৈশাখের বিষয়ে সমাজসেবা সম্পাদকের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। জুনিয়র হিসেবে তার কাছে কয়েকবার দুঃখ প্রকাশ করেছি।
×