ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

স্পীকারের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাত

প্রকাশিত: ১১:২২, ১২ এপ্রিল ২০১৯

স্পীকারের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাত

বাংলানিউজ ॥ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি সৌজন্য সাক্ষাত করেছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে স্পীকারের কার্যালয়ে তাদের সাক্ষাত এ হয়। সাক্ষাতকালে স্পীকার এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে সংসদ ও সংসদ সদস্যদের সম্পৃক্তকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় স্পীকার বলেন, সংসদ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপি যে সহযোগিতা এবং সমর্থন অব্যাহত রেখেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
×