ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইপিএল

ব্যাঙ্গালুরুকে হারিয়ে রাজস্থানের প্রথম জয়

প্রকাশিত: ১৩:৩৯, ৩ এপ্রিল ২০১৯

ব্যাঙ্গালুরুকে হারিয়ে রাজস্থানের প্রথম জয়

জনকণ্ঠ ডেস্ক ॥ শেষ পর্যন্ত জয়ের স্বাদ পেল রাজস্থান। ৭ উইকেটে ব্যাঙ্গালুরুকে টানা চার ম্যাচ হারের লজ্জা দিল তারা জয় নিশ্চিতের পর ত্রিপাঠীর সঙ্গে স্টোকসের উদযাপনজয়পুরে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে স্বাগত জানায় রাজস্থান রয়্যালস। খবর ওয়েবসাইটের। টস জিতে ফিল্ডিং নেয় রাজস্থান। প্রতিপক্ষের ব্যাটিং নড়বড় করতে না পারলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের লাগাম টেনে ধরে তারা। বিশেষ করে শ্রেয়াস গোপালের গুগলিতে ৪ উইকেটে ১৫৮ রান করে ব্যাঙ্গালুরু। জবাবে ৩ উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে ১৬৪ রান করে রাজস্থান। পাওয়ার প্লেতে রানের গতি ভালই ছিল রাজস্থানের। কিন্তু গোপাল টানা তিন ওভারে ৩ উইকেট নিয়ে বড় ধাক্কা দেন। একে একে কোহলি (২৩), এবি ডি ভিলিয়ার্স (১৩) ও শিমরন হেটমায়ার (১) রাজস্থান স্পিনারের শিকার হন। ৭৩ রানে তারা তিন উইকেট হারালে মার্কাস স্টোইনিসকে সঙ্গে করে প্রতিরোধ গড়েন পার্থিব প্যাটেল। এই জুটিতে ৫৩ রান যোগ করার পথে হাফসেঞ্চুরি করেন এই ওপেনার। ৪১ বলে ৯ চার ও ১ ছয়ে ৬৭ রান করেন প্যাটেল। শেষ দিকে স্টোইনিসের ৩১ ও মঈন আলীর ১৮ রান স্কোরবোর্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখে। গোপালের ম্যাচসেরা পারফরমেন্সে জিতল রাজস্থান। রাজস্থানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন গোপাল। ৪ ওভারে ১ মেডেনসহ ১২ রান দেন তিনি। এই জয়ে এক ধাপ এগিয়ে ছয়ে উঠেছে রাজস্থান। ৪ ম্যাচে ২ পয়েন্ট তাদের। আর কোন পয়েন্ট না পাওয়া ব্যাঙ্গালুরুর অবস্থান সবার শেষে। ক্রিকইনফো
×