ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিরোপা উৎসবের অপেক্ষায় পিএসজি

প্রকাশিত: ১১:৫৯, ২ এপ্রিল ২০১৯

শিরোপা উৎসবের অপেক্ষায় পিএসজি

স্পোর্টস রিপোর্টার ॥ ফরাসী লীগ ওয়ানে শিরোপা উৎসবের অপেক্ষায় আছে প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি)। রবিবার রাতে টোলুজকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখা প্রায় নিশ্চিত করেছে প্যারিসের পরাশক্তিরা। এখন শিরোপা জয় থেকে আর একটি ম্যাচ দূরে পিএসজি। আগামী সপ্তাহে লিলে যদি স্টেড দ্য রেইমসকে হারাতে ব্যর্থ হয় এবং পিএসজি যদি রেসিং স্ট্রাসবার্গকে হারাতে পারে তাহলে ওইদিনই শিরোপা নিশ্চিত হয়ে যাবে নেইমার-কাভানি-মারিয়াদের। প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধের খেলা গোলশূন্য শেষ হওয়ার পর ম্যাচের ৭৪ মিনিটে পিএসজির হয়ে গোল করেন কিলিয়ান এমবাপে। এই জয়ে ২৯ ম্যাচে সর্বোচ্চ ৮০ পয়েন্ট পিএসজির। একই রাতে নান্টেকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে লিলে। ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা স্পোর্টস রিপোর্টার ॥ কুয়েটে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর গেমসে দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সুইস লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত ৪ রাউন্ডের খেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম ও দ্বিতীয় রাউন্ডে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে এবং খুলনা বিশ্ববিদ্যালয়কে, পরবর্তী তৃতীয় ও চতুর্থ রাউন্ডে যথাক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের পাঁচ সদস্যরা হলেন ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ফজলে এলাহি রানা, রেলিশ রংদি, ইংরেজী বিভাগের বারেক আলী ও শামীম সোহানী; ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নাহিদ হাসান।
×