ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্লাস চালুর দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৯:৩৯, ৩১ মার্চ ২০১৯

ক্লাস চালুর দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩০ মার্চ ॥ স্থানীয় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দ্বিতীয় শিফটের ক্লাস দাবিতে শনিবার প্রতিষ্ঠানের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। এই প্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের সম্মানী ভাতার জটিলতা নিরসনের দাবিতে গত ২৮ মার্চ থেকে ২য় শিফটের ক্লাস বর্জন শুরু করলে ইনস্টিটিউটের চারটি বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী বিপাকে পড়ে। শনিবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে ইনস্টিটিউটের সামনে পাঁচ শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেয়। সে সময় শত শত যানবাহন সড়কের দুই পাশে আটকে গেলে যানজটের সৃষ্টি হয় এবং পুলিশ তাদের সড়কের ওপর থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে শিক্ষার্থীর সরে না গিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। পরে ইনস্টিটিউটের অধ্যক্ষ আলী আকবর খান ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন শিক্ষার্থীদের বুঝিয়ে ইনস্টিটিউটের ভেতরে যাওয়ার অনুরোধ জানালে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক থেকে সরে ইনস্টিটিউটের ভেতরে ক্লাস চালুর দাবিতে আন্দোলন শুরু করে। শিক্ষার্থীদের দাবি, নিয়মিত ক্লাস নিতে হবে; তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
×