ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রাইম ফাইন্যান্সের নো ডিভিডেন্ড ঘোষণা

প্রকাশিত: ১১:৪০, ২৪ মার্চ ২০১৯

প্রাইম ফাইন্যান্সের নো ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (পিএফআই) এবারও শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। বৈঠকে গত ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। জানা গেছে, গত তিন বছর টানা লোকসান দেয়ার পর এবার লোকসান থেকে বের হয়ে আসতে পেরেছে পিএফআই। প্রতিষ্ঠানটি এবার মুনাফা করেছে। তবে কোম্পানিটি কত টাকা মুনাফা করেছে আর শেয়ার প্রতি আয় (ইপিএস) কত হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি। -অর্থনৈতিক রিপোর্টার
×