ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকারী কাজে বাধা দেয়ায় পটিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে অবরুদ্ধ

প্রকাশিত: ০৯:১৩, ১ মার্চ ২০১৯

সরকারী কাজে বাধা দেয়ায় পটিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে অবরুদ্ধ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২৮ ফেব্রুয়ারি ॥ চট্টগ্রামের পটিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির নেত্রী আফরোজা বেগম জলি (৪২) কে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। অবরুদ্ধের ৭ ঘণ্টার পর সহকারী কমিশনার (ভূমি) সাব্বির রহমান সানির নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর ১২টায় পুলিশ তালা ভেঙ্গে উদ্ধার করেন। ওই চেয়ারম্যান প্রার্থীকে পটিয়ার বেসরকারী একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান। পরে ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানি ও থানা পুলিশের নিরাপত্তায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত ফরম যাচাই বাছাইয়ে যোগদান করেন। এদিকে, চেয়ারম্যান প্রার্থীকে অবরুদ্ধ ও সরকারী কাজে বাধা দেয়ার কারণে দক্ষিণ জেলা যুবলীগের সহ সাহিত্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শাহেদ উদ্দিন সুমনকে (৪০) ইউএনওর নির্দেশে পুলিশ আটক করেছেন। জানা গেছে, আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপের পটিয়া উপজেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, বিএনপির নেত্রী স্বতন্ত্র প্রার্থী আফরোজা বেগম জলি ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন। বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম যাচাই বাছাইয়ের সময় নির্ধারিত ছিল। এর আগে আওয়ামী লীগ প্রার্থীর অনুসারীরা বিএনপির নেত্রী স্বতন্ত্র প্রার্থী জলির পৌরসভার ৫নং ওয়ার্ডের মকবুল শাহ্ মাজার সন্নিকটের বাসায় সকাল ছয়টায় তালা লাগিয়ে দেয়। এই খবর মোবাইল ফোনে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। পরে বিষয়টি জেলা রিটার্নিং অফিসার পর্যন্ত পৌঁছলে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানের নির্দেশে ম্যাজিস্ট্রেট ও এসি (ল্যান্ড) সাব্বির রহমান সানি একদল পুলিশ নিয়ে চেয়ারম্যান প্রার্থীকে তালা ভেঙ্গে উদ্ধার করেন। ওই সময় ম্যাজিস্ট্রেটের সঙ্গে যুবলীগ নেতা সুমনের বাগ্বিত-া হলে পুলিশ সুমনকে আটক করে।
×