ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন ভ্যাট আইনে ১৫ শতাংশ ভ্যাট হার থাকছে না

প্রকাশিত: ০৯:১২, ১ মার্চ ২০১৯

নতুন ভ্যাট আইনে ১৫ শতাংশ ভ্যাট হার থাকছে না

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন ভ্যাট আইন বাস্তবায়নের ক্ষেত্রে নির্দিষ্ট ১৫ শতাংশ ভ্যাট হার থাকছে না। খাত এবং পণ্যভেদে এটি কয়েক স্তরে নির্ধারণ করা হবে। এক সাক্ষাতকারে এমনটিই জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। বিষয়টিকে স্বাগত জানিয়ে ব্যবসায়ীদের দাবি, যৌক্তিক ভ্যাট হার নির্ধারণের। অতীতে বেশ কয়েকবার উদ্যোগ নিলেও বাস্তবায়ন হয়নি নতুন ভ্যাট আইন। তবে আগামী বাজেটেই তা বাস্তবায়ন হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছে সরকার। বরাবরের মতো এবারও ব্যবসায়ীদের অন্যতম দাবি নির্দিষ্ট ১৫ শতাংশ নির্ধারণ না করে খাত এবং পণ্যভেদে কয়েকটি স্তরে ভ্যাটের হার নির্ধারণ করা। এনবিআর চেয়ারম্যান জানালেন, স্তরভিত্তিক ভ্যাটহার নির্ধারণে কাজ চলছে। এমন উদ্যোগকে সাধুবাদ জানালেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে যৌক্তিক হার নির্ধারণের দাবি তাদের। তবে অর্থনীতিবিদের মতে, স্তরভিত্তিক ভ্যাটহার নির্ধারণ বাস্তবসম্মত নয়। এতে রাজস্ব আদায় বাড়ানোর ক্ষেত্রে খুব একটা সুফল মিলবে না সরকারের।
×