ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রিয়াল মাদ্রিদেকে হারিয়ে ফাইনালে বার্সা

প্রকাশিত: ২৩:৩৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

রিয়াল মাদ্রিদেকে হারিয়ে ফাইনালে বার্সা

অনলাইন ডেস্ক ॥ রিয়াল মাদ্রিদের সঙ্গে আগের দেখায় লুইস সুয়ারেজ করেছিলেন হ্যাটট্রিক। উরুগুইয়ান স্ট্রাইকার চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জ্বলে উঠলেন আরো একবার। তার জোড়া গোলে কোপা দেল রের সেমিফাইনালের ফিরতি লেগে রিয়ালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় টানা ষষ্ঠবারের মতো প্রতিযোগিতার ফাইনালে উঠেছে কাতালানরা। বার্সার মাঠে প্রথম লেগটা শেষ হয়েছিল ১-১ ড্রয়ে। বুধবার নিজেদের মাঠে তাই এগিয়ে ছিল রিয়ালই। দুই দলের প্রথমার্ধ কেটেছে গোলশূন্যতায়। বলের দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে অন টার্গেটে কোনো শট নিতে পারেনি বার্সা। দ্বিতীয়ার্ধে অন টার্গেটে প্রথম শটেই গোল পেয়ে যায় অতিথিরা। ৫০ মিনিটে গোলটা করেন সুয়ারেজ। বাঁ দিক থেকে উসমান ডেম্বেলের ক্রসে বল জালে পাঠান উরুগুইয়ান স্ট্রাইকার। ৬৯ মিনিটে রাফায়েল ভারানের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয় বার্সার। ডেম্বেলের বাড়ানো বল ঠেকাতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন ফরাসি ডিফেন্ডার।৭৩ মিনিটে নিজেদের বক্সের ভেতর সুয়ারেজকে ফাউল করে বসেন রিয়ালের কাসেমিরো। পেনাল্টি পেয়ে নিজেই গোল করে স্কোরলাইন ৩-০ বানিয়ে ফেলেন সুয়ারেজ। তাতে বার্সার ফাইনালে যাওয়াও নিশ্চিত হয়ে যায়। পুরো ম্যাচে রিয়াল একাধিক সুযোগ পেয়েছিল। কিন্তু স্বাগতিকরা তা কাজে লাগাতে পারেনি। দারুণ কিছু সেভ করেছেন বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন। আগামী ২৫ মার্চ কোপা দেল রের ফাইনালে রিয়াল বেতিস অথবা ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে গত পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।
×