ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ জিতল তিন তাম্রপদক

প্রকাশিত: ১১:৪৭, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

বাংলাদেশ জিতল তিন তাম্রপদক

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার থেকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে শুরু হয়েছে ‘আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র‌্যাংকিং আরচারি চ্যাম্পিয়নশিপ’-এর তৃতীয় আসর। সোমবার চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে ছয়টি ইভেন্টের ব্রোঞ্জ মেডেল ম্যাচ অনুষ্ঠিত হয়। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ (রোমান সানা, দিয়া সিদ্দিকী) ৫-১ সেট পয়েন্টে কাজাখস্তানকে (সানসেবে জাওরে, কুজমিন আন্দ্রে) হারিয়ে এবং কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে বাংলাদেশের শেখ সজীব ১৪৩-১৪২ স্কোরের ব্যবধানে চাইনিজ তাইপের লিন চি উইকে হারিয়ে এবং কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ (শেখ সজীব, সুস্মিতা বণিক) ১৪৮-১৪৪ স্কোরের ব্যবধানে ইরাককে (শেখান ওয়ালিদ হামিদ, আল মাশাদানি ফাতিমাহ) হারিয়ে তা¤্রপদক অর্জন করেন। এছাড়া রিকার্ভ পুরুষ একক ইভেন্টে ভারতের চাংমাই বিশাল ইরানের শাবানি রেজাকে, রিকার্ভ মহিলা একক ইভেন্টে ভারতের বারি কমালিকা ইরানের ঘাসেমি পারমিধাকে, কম্পাউন্ড মহিলা এককে ভারতের পাওয়ার ইশা কেতন একই দেশের সঞ্চিতা তিওয়ারিকে হারিয়ে তা¤্রপদক জেতেন। আজ প্রতিযোগিতার সমাপনী দিনে ১০টি ইভেন্টের গোল্ড মেডেল ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে বাংলাদেশ লড়বে পাঁচটি স্বর্ণপদকের জন্য। এগুলো হলো : কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে (বাংলাদেশের বন্যা আক্তার, সুস্মিতা বণিক, শ্যামলী রায় বনাম ভারতের প্রগতি, পাওয়ার ইশা কেতন, সঞ্চিতা তিওয়ারি), কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে (বাংলাদেশের অসীম কুমার দাস, আবুল কাশেম মামুন, শেখ সজীব বনাম ভারতের চাহাল ঋতিক, জওকার প্রথমেশ সমাধান, বিদ্যারথি চিরাগ, রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে (বাংলাদেশের রোমান সানা, তামিমুল ইসলাম, হাকিম আহমেদ রুবেল বনাম ভারতের চাংমাই বিশাল, চৌহান কারনি সিং, হুদা পরশ), রিকার্ভ মহিলা একক ইভেন্টে (বাংলাদেশের দিয়া সিদ্দিকী বনাম ইরানের শোযামেহের শিভার) এবং রিকার্ভ পুরুষ একক ইভেন্টে (বাংলাদেশের রোমান সানা বনাম থাইল্যান্ডের থেপনা দেনচাই)।
×