ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

এমবাপের নতুন ইতিহাস

প্রকাশিত: ১১:৪৭, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

  এমবাপের নতুন ইতিহাস

স্পোর্টস রিপোর্টার ॥ আপন গতিতেই ছুটছেন কিলিয়ান এমবাপে। ফ্রেঞ্চ লীগ ওয়ানে শনিবার নিমেসের বিপক্ষেও নজরকাড়া পারফর্মেন্স উপহার দিয়েছেন তিনি। পিএসজির জার্সিতে একাই দুই গোল করেছেন এই ফরাসী স্ট্রাইকার। দলও জিতেছে ৩-০ গোলের বড় ব্যবধানে। আর নিমেসের বিপক্ষে জোড়া গোল করেই নতুন ইতিহাস গড়েছেন এমবাপে। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে লীগ ওয়ানে গোলের হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ২০ বছরের এই তরুণ। পার্ক ডি প্রিন্সেসে এদিন নিমেসকে স্বাগত জানায় লীগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। এই ম্যাচের ৬৯ ও ৮৯ মিনিটে দুই গোল করেন এমবাপে। আর তাতেই দলের বড় জয় নিশ্চিত হয়। তার আগে ৪০ মিনিটে ক্রিস্টোফার এনকুনকুর গোলে প্রথম এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে গোল করেই ইতিহাসে জায়গা করে নেন এমবাপে। মাত্র ২০ বছর ২ মাস বয়সেই লীগ ওয়ানে গোলের অর্ধশতক পূর্ণ করেন তিনি। তার আগে এই রেকর্ড ছিল ইয়ানিক স্টপিরার দখলে ১৯৮২ সালে। ২১ বছর ১১ মাস ৯ দিন বয়সে ৫০ গোল করেছিলেন সোচাক্সের এই স্ট্রাইকার। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন জিব্রিল সিসে। ২০০৩ সালে ২২ বছর ১ মাস বয়সে গোলের হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন তিনি।
×