ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুইদিন কেঁদেছিলেন নেইমার

প্রকাশিত: ১২:২৩, ২২ ফেব্রুয়ারি ২০১৯

দুইদিন কেঁদেছিলেন নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমের তিন মাস কেড়ে নিয়েছিল ইনজুরি। কী দুর্ভাগ্য নেইমারের। এবারও সেই একই চোটের কবলে পড়েছেন তিনি। যে কারণে এ মৌসুমেও প্রায় ৮ থেকে ১০ সপ্তাহের জন্য ছিটকে পড়েছেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) এই ব্রাজিলিয়ান। তবে ভয়ঙ্কর এই খবর প্রথম শুনার প্রতিক্রিয়াটা কেমন ছিল সাবেক বার্সিলোনার এই সান্তোস ফরোয়ার্ডের? ব্রাজিলের টিভি চ্যানেল গ্লোবোকে দেয়া এক সাক্ষাতকারে নেইমার বলেন, ‘ইনজুরির কারণে এবার আমাকে কঠিন সময় পার করতে হবে। এটা ভেবে বাড়িতে দুইদিন কেঁদেছিলাম আমি। এবারেরটা আগের চেয়েও অনেক বেশি জটিল।’ গত জানুয়ারিতে ফ্রেঞ্চ কাপে স্ট্র্যাসবার্গের বিপক্ষে ম্যাচে ডান পায়ে আঘাত পান নেইমার। সেই ম্যাচটা অবশ্য ২-০ গোলে জয় পায় পিএসজি। ইনজুরিতে পড়ার পর প্রথমদিকে ধারণা করা হয় এই মৌসুমে আর ফিরতে পারবেন না নেইমার। তবে ব্রাজিলিয়ান তারকা তার সর্বশেষ সাক্ষাতকারে জানিয়েছেন, মৌসুম শেষের আগেই চোট কাটিয়ে ফিরবেন তিনি। এ প্রসঙ্গে ২৬ বছর বয়সী নেইমার ইউটিউব শো ‘ফুই ক্লিয়ার’কে বলেন, ‘খুব দ্রুতই ভালর দিকে যাচ্ছি। ইতোমধ্যেই বেশ কয়েকবার বিভিন্নভাবে চিকিৎসা নেয়া সম্পন্ন হয়েছে। মূলত দ্রুত উন্নতির জন্যই বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। যেভাবে চোটের অগ্রগতি হচ্ছে তাতে আমরা খুব খুশি।’ নেইমার এ সময় আরও জানান, ‘জীবনের বেশিরভাগ সময়ই আমার ফুটবল খেলে পার করেছি। তাই সুস্থ হয়ে আবারও মাঠে ফিরে এসে এই কাজটা করার জন্য কিছুতেই যেন তর সইছে না আমার। ৮ থেকে ১০ সপ্তাহ সময়। এটা আসলে কল্পনা করতে গেলেও কেমন লাগে। আমি মনে করি সর্বোচ্চ ১০ সপ্তাহ লাগতে পারে আমার।’ ২০১৭ সালে স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনা ছেড়ে দেন নেইমার। সে বছরে ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকের বিনিময়ে ন্যুক্যাম্প ছেড়ে পিএসজিতে নতুন করে ঠিকানা গড়েন এই ব্রাজিলিয়ান। ইনজুরিতে পড়ার আগে চলতি মৌসুমে দুর্দান্ত পারফর্মেন্স উপহার দেন নেইমার। সবধরনের প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের ২৩ ম্যাচে ২০ গোল করেছেন তিনি। এই সময়ে সতীর্থদের দিয়ে আরও ১১ গোল করাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার।
×