ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

টঙ্গীর এজতেমায় চার দিনে ৬ মুসল্লীর মৃত্যু

প্রকাশিত: ০৯:৪৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

টঙ্গীর এজতেমায় চার দিনে  ৬ মুসল্লীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ শুক্রবার টঙ্গীর বিশ্ব এজতেমায় যোগ দিতে আসা আরো দুই মুসল্লীর মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয় । এ নিয়ে প্রথম ধাপে ৬ মুসল্লীর মৃত্যু হলো। শনিবার মারা যান ঢাকার কদমতলী এলাকার বাসিন্দা আবুল হোসেন (৫৫)। অপর জন হচ্ছেন, সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার আবদুর রহমান (৫৫)। এ ছাড়া গত দু'দিনে মারা যান, ফেনী জেলার শফিকুর রহমান (৫৫) ও কুষ্টিয়া জেলার সিরাজুল ইসলাম (৬৫)। বুধ এবং বৃহস্পতিবারে আরো দুই মুসল্লী হৃদযন্ত্রেরক্রীয়াবন্ধ হয়ে ইন্তেকাল করেন। এজতেমার তত্ত্বাবধায়ক আদম আলী জনকন্ঠকে জানান, নিজ নিজ তাবুতে সাথীদের উপস্থিতিতে এঁরা মৃত্যুবরণ করেন। এজতেমার চিকিৎসক জানান, তাদের সবার হৃদরোগে মৃত্যু হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে মারা যান নাটোরের মোহাম্মদ আলী (৫৫) এবং বুধবার দিবাগত রাতে মারা যান ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল জব্বার (৪০)। এজতেমা ময়দানে জানাজা শেষে তাদের লাশ নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।
×