ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে লেনদেন বাড়লেও সূচক কমেছে

প্রকাশিত: ১০:২৩, ৩ ফেব্রুয়ারি ২০১৯

শেয়ারবাজারে লেনদেন বাড়লেও সূচক কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে দরপতনে শেষ হয়েছে শেয়ারবাজারে লেনদেন। উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন ৩৪৩ কোটি টাকা বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টাকার পরিমাণে লেনদেন ৬৮ কোটি টাকা কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ হাজার ১৭১ কোটি ৩৩ লাখ ৩৬ হাজার ৪২০ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৩৪৩ কোটি ৫৮ লাখ ৯৫ হাজার ১৪৯ টাকা বা ৭.১২ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৮২৭ কোটি ৭৪ লাখ ৪১ হাজার ২৭১ টাকার। ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ১ হাজার ৩৪ কোটি ২৬ লাখ ৬৭ হাজার ২৮৪ টাকা। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৯৬৫ কোটি ৫৪ লাখ ৮৮ হাজার ২৫৪ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৬৮ কোটি ৭১ লাখ ৭৯ হাজার ৩০ টাকা বেশি হয়েছে। গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২৯ পয়েন্ট বা ২.১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮২১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১১পয়েন্ট বা ০.৮৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪১ পয়েন্ট বা ২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩১০ ও ২০০৭ পয়েন্টে। ডিএসইতে বিদায়ী সপ্তাহে মোট ৩৪৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। এর মধ্যে ১০৫টির দর বেড়েছে, দর কমেছে ২৩৮টির ও শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে ৫টির। গত সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৭৫ পয়েন্ট বা ২.০৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৯০ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ২১৯ পয়েন্ট বা ১.৯৮ শতাংশ, সিএসই-৫০ সূচক ৩৬ পয়েন্ট বা ২.৬৪ শতাংশ, সিএসই-৩০ সূচক ৩৬৯ পয়েন্ট বা ২.৩৩ শতাংশ এবং সিএসআই ৮ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ কমে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে যথাক্রমে ১০ হাজার ৮১৭ পয়েন্ট, ১ হাজার ৩০২ পয়েন্ট, ১৫ হাজার ৪০৫ পয়েন্টে এবং ১ হাজার ১৬২ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ১৯৫ কোটি ৮৯ লাখ ৭৬ হাজার ৭৬৯ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২০৬ কোটি ৯৬ লাখ ৩৯ হাজার ৭১৪ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১১ কোটি ৬ লাখ ৬২ হাজার ৯৭২ টাকা বা ৫.৩৪ শতাশ কমেছে। বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, দর কমেছে ১৯৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯টির।
×