ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আসিয়া বিবিকে আশ্রয় দিতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব

প্রকাশিত: ০৯:০২, ২ ফেব্রুয়ারি ২০১৯

 আসিয়া বিবিকে আশ্রয় দিতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব

যুক্তরাষ্ট্রের এক আইন প্রণেতা কংগ্রেসের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদে পাকিস্তানী নারী আসিয়া বিবিকে আশ্রয় দেয়ার জন্য একটি প্রস্তাব পেশ করেছেন। তিনি দাবি করেছেন, আসিয়া খ্রিস্টান হবার কারণে তার দেশে নির্যাতনের শিকার হয়েছেন। -ইন্ডিয়ান এক্সপ্রেস। কংগ্রেসম্যান কেন ক্যালভার্ট বলেন, পাকিস্তানে খ্রিস্টান হবার কারণে আসিয়া বিবিকে নির্যাতন ও হুমকি দেয়া হচ্ছে। আসিয়াকে মৃত্যুদন্ড ও জেল থেকে মুক্ত করতে দেশটির শীর্ষ আদালতের সাম্প্রতিক সিদ্ধান্তকে স্পষ্টভাবে স্বাগত জানাই। তারপরও আসিয়ার জীবন বিপন্ন। মৌলবাদী ইসলামপন্থী নেতারা তার বিরুদ্ধে হিংসাত্মক বিবৃতি দিয়ে যাচ্ছে। যে কারণে কংগ্রেসের জন্য এটি প্রয়োজন ও অন্যান্য ধর্মীয় স্বাধীনতার রক্ষাকর্মীদের পক্ষে দাঁড়ানো এবং তাদেরকে রক্ষা করা একটি অপরিহার্য কাজ। জাতি, ধর্ম, বর্ণ, জাতীয়তা, সামাজিক দলের সদস্য হওয়া বা রাজনৈতিক বিশ্বাসের জন্য নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদেরকে আশ্রয় দিয়ে গুরুত্ব স্বীকার করতে হবে। যুক্তরাষ্ট্রের অবিলম্বে আসিয়া বিবি ও তার পরিবারকে আশ্রয় প্রদানের প্রস্তাবটি সমর্থন করা উচিত।
×