ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দর্শকই নাটকের প্রাণশক্তি ॥ অপূর্ব

প্রকাশিত: ১২:৫৯, ৩১ জানুয়ারি ২০১৯

দর্শকই নাটকের প্রাণশক্তি ॥ অপূর্ব

আনন্দকণ্ঠ : পথ গেছে বেঁকে- অপূর্ব : জাকারিয়া সৌখিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি। নাটকের গল্পটি খুবই মজার। আমার বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা। প্রথমে গল্পটি এক ভাবে শুরু হয়ে একটা সময় অন্যদিকে মোড় নেয়। মজার কিছু মুহূর্ত আছে। গল্পে টানটান উত্তেজনা রয়েছে। দর্শক খুব মজা পাবে। আনন্দকণ্ঠ : ভালবাসা দিবসের কতটি নাটকে দেখা যাবে? অপূর্ব : অনেকগুলো নাটকের কাজ এরই মধ্যে শেষ করেছি। তার মধ্যে রয়েছে নাজিয়া হাসান অদিতির গল্পে মাহমুদুর রহমান হিমির ‘তুমি বললে’, নাজমুল রনির জাল, জাফরিন সাদিয়ার গল্পে রুবেল হাসানের ‘মনে প্রাণে’, ইমরুল রাফাতের ‘তুমি আমার’, বিইউ শুভ’র ফার্স্ট লাভসহ বেশ কিছু নাটকে দেখা যাবে। প্রতিটি গল্পেই দর্শক আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখতে পাবে। আনন্দকণ্ঠ : ‘মনে প্রাণে’- অপূর্ব : টেলিফিল্মটিতে দর্শক পাবেন একটা অনুপ্রেরণার গল্প, একটা ভালবাসার গল্প, জীবন যুদ্ধের গল্প। আমাদের জীবনে কিছু কিছু আকস্মিক দুর্ঘটনা যখন ভাংচুর করে দেয় আমাদের সাজানো স্বপ্নগুলোকে তখন ভালবাসা ও বিশ্বাস নিয়ে এগিয়ে গেলে আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব। ভালবাসার মানুষটাকে সুখী দেখে আমরা হাসিমুখে জীবন চালিয়ে নিতে পারি। পাশে থেকে বা দূরে গিয়েও সেই সব স্বপ্ন পূরণ করা সম্ভব, যদি আমরা মনে প্রাণে তা চাই। আশা করি দর্শক এই গল্পটি পছন্দ করবেন।’ আনন্দকণ্ঠ : চরিত্রের ভিন্নতার জন্য বিশেষ কোন পদ্ধতি অবলম্বন করেন? অপূর্ব : বরাবরই গল্পগুলোতে এমন ভাবে নিজেকে তুলে ধরতে চেষ্টা করি যা ছোট-বড় সকল শ্রেণীর দর্শক ভাল লাগার কিছু না কিছু মুহূর্ত নিজেদের জীবনের সঙ্গে কানেক্ট করতে পারে। দর্শক যেন নাটক দেখে বলে, অনেক দিন মনে থাকবে। দর্শকই যেখানে আমাদের প্রাণশক্তি তাই সব সময় আমি চেষ্টা করি ভাল কিছু কাজ দর্শককে উপহার দিতে। আনন্দকণ্ঠ : নতুন বছরে গান নিয়ে কোন পরিকল্পনা? অপূর্ব : হ্যাঁ একটি গান নিয়ে কথা চলছে। আর কাজটি হলে মিউজিক ভিডিও আঁকারেই আসবে এবং মডেল হিসেবে আমাকেই দেখা যাবে। আশা করছি সব কিছু মিলে গেলে দর্শক নতুন কিছু পাবে।
×