ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বরিশালে শিশু হত্যার দ্রুত বিচার দাবি

প্রকাশিত: ০৯:১৭, ৩০ জানুয়ারি ২০১৯

বরিশালে শিশু হত্যার দ্রুত বিচার দাবি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী উম্মে খায়ের সাইফার হত্যাকারী মোটরসাইকেল চালককে অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার সকালে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। আগরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনা বেগমের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী আগরপুর স্কুল সড়কে মানববন্ধন কর্মসূচীতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি সকালে ওই এলাকার বাসিন্দা বরিশাল শিক্ষা ও প্রকৌশল অধিদফতরের কর্মচারী আবুল খায়েরের কন্যা উম্মে খায়ের সাইফা বাড়ির পার্শ¦বর্তী রাস্তায় বের হলে গৌরনদী উপজেলার শাহাজিরা গ্রামের আবদুর রহিম হাওলাদারে বখাটে পুত্র রায়হান বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় শিশু সাইফাকে চাপা দিয়ে পালিয়ে যায়। প্রথমে তাকে বরিশাল শেবাচিমে ও পরে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সাইফা মারা যায়। অপহৃত শিশু চার দিন পর উদ্ধার ॥ আটক ৭ স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ বিজয়নগর থেকে অপহরণের ৪ দিন পর জিতু মিয়া (১৩) নামে এক শিশুকে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে র‌্যাব-১৪। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ অপহরণকারীকে আটক করা হয়েছে। অপহৃত শিশু জেলার বিজয়নগর উপজেলার কাসিমপুর গ্রামের আল আমিন মিয়ার পুত্র। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের। প্রসঙ্গত, অপহৃত শিশুর বাড়িতে চাঁন মিয়া ৫/৬ মাস যাবত গৃহস্থালির কাজ করত। পরে সে শিশু জিতুকে কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে অজ্ঞান করে ময়মনসিংহে নিয়ে যায়। নোবিপ্রবিতে দ্বিতীয় সমাবর্তন উপলক্ষে মতবিনিময় নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৯ জানুয়ারি ॥ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তন অনুষ্ঠান কিভাবে সুন্দর ও সাফল্যম-িত করা যায় তা নিয়ে নোয়াখালী জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। এ সময় তিনি বলেন, আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদ সভাপতিত্ব করবেন বলে সম্মতি জ্ঞাপন করেছেন। এ উপলক্ষে ১টি কোর কমিটি এবং ২১টি উপকমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে সমাবতর্নে সহ¯্রাধিক নোবিপ্রবি গ্র্যাজুয়েট নিবন্ধন সম্পন্ন করেছে। নিবন্ধন চলবে ফেব্রুয়ারির ৪ তারিখ পর্যন্ত।
×