ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনার উন্নয়নে ৫ হাজার কোটি টাকা আনা হবে ॥ সেখ জুয়েল

প্রকাশিত: ০৩:৩৪, ১৪ জানুয়ারি ২০১৯

 খুলনার উন্নয়নে ৫ হাজার কোটি টাকা আনা  হবে ॥ সেখ জুয়েল

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনাকে মাদক, সন্ত্রাস, ভূমিদস্যু, চাঁদাবাজ ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তোলা হবে। বছরের প্রথম জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ প্রত্যয় ঘোষণা করা হয়। রবিবার সকালে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপত্বিতে তার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় খুলনা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আবদুল খালেক, কেএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) সরদার রকিবুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল বলেন, আমার নির্বাচনী ইশতেহারে মাদক, ভূমিদখল, চাঁদাবাজ এবং ভেজাল খাদ্যদ্রব্যের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছিলাম। আমি সকলের সহযোগিতায় এই ইশতেহার বাস্তবায়ন করব। তিনি বলেন, খুলনার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ইতিবাচক মনোভাব রয়েছে। খুলনার উন্নয়নের জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ আনা হবে এবং একটি মাস্টার প্ল্যানের মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে। কেসিসি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, বর্তমানে খুলনার মূল সমস্যা যানজট যার পিছনে রয়েছে অবৈধ মাহেন্দ্র, ব্যাটারিচালিত রিক্সা এবং ইজিবাইক। একসময় এক হাজার আটশত ইজিবাইককে লাইসেন্স দেয়া হলেও এখন সে সংখ্যা ৩০-৪০ হাজার হয়েছে উল্লেখ করে সিটি মেয়র বলেন, আগামী ১৫ তারিখের পর শহরের বাইরে থেকে কোন ইজিবাইক শহরে প্রবেশ করতে পারবে না। তিনি লাইসেন্স বিহীন অবৈধ এসব যানবাহন নিয়ন্ত্রণের মধ্যে এনে আগামী দুই মাসের মধ্যে খুলনা থেকে যানজট নিরসনের অঙ্গীকার করেন।
×