ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেসির গোল্ডেন বুট

প্রকাশিত: ০৬:৫০, ২ জানুয়ারি ২০১৯

মেসির গোল্ডেন বুট

স্পোর্টস রিপোর্টার ॥ আরও একটি পুরস্কার নিজের শোকেসে তুললেন লিওনেল মেসি। ২০১৭-১৮ মৌসুমের গোল্ডেন বুট জিতলেন বার্সিলোনার এই আর্জেন্টাইন স্ট্রাইকার। লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ এবং টটেনহ্যাম হটস্পারের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেনকে পেছনে ফেলে মঙ্গলবার এই পুরস্কার নিজের হাতে তুলে নেন তিনি। সেই সঙ্গে পাঁচবার গোল্ডেন বুট জিতে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে টপকে এককভাবে শীর্ষে অবস্থান করছেন লিওনেল মেসি। এর আগে চারবার করে এই পুরস্কার জিতে যৌথভাবে শীর্ষে অবস্থান করছিলেন মেসি-রোনাল্ডো। গত মৌসুমে স্প্যানিশ লা লিগায় সর্বোচ্চ ৩৪ গোল করেন লিওনেল মেসি। আর তাতেই লা লিগার শিরোপা পুনরুদ্ধার করে কাতালান ক্লাবটি। গত মৌসুমে মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ ৩২টি গোল দিয়েছিলেন সালাহ। কিন্তু তাতে লীগ শিরোপা জিততে পারেনি অলরেডরা। মেসির প্রধান প্রতিদ্বন্দ্বী রোনাল্ডো করেছিলেন ২৬ গোল। পুরস্কার হাতে নেয়ার পর মেসি বলেন, ‘সত্যি বলতে কি যখন ধারণাই ছিল কি ঘটতে যাচ্ছে। আমি পেশাদার ফুটবল খেলার স্বপ্ন দেখতাম এবং সাফল্য উপভোগ করতাম। আমি খেলাটা ভালবাসতাম তবে কখনই ভাবিনি এতো কিছু অর্জন করব।’ সাবেক রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার রোনাল্ডোকে ছাড়িয়ে সর্বোচ্চ পাঁচবার পিচিচি ট্রফি জিতে নেয়ার কৃতিত্বটা ক্লাব সতীর্থদেরই দিলেন মেসি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কাজ পছন্দ করি, চেষ্টাটাও। আমি পৃথিবীর সেরা একটা ক্লাবে সেরা সতীর্থদের সঙ্গে খেলছি। তাই সবকিছু সহজ হয়ে গেছে।’ এর আগে ২০০৯-১০ মৌসুমে প্রথমবার এই পুরস্কার জিতেছিলেন লিওনেল মেসি। সেবার তিনি স্প্যানিশ লা লিগায় করেছিলেন ৩৪ গোল। ২০১১-১২ মৌসুমে ৫০ গোল আর ২০১২-১৩ মৌসুমে ৪৬ গোল করে টানা দুইবার এই পুরস্কার নিজের শোকেসে তুলেন এলএম টেন। সর্বশেষ ২০১৬-১৭ মৌসুমে ৩৭ গোল দিয়ে এ পুরস্কার জিতেছিলেন মেসি। এবার সেই সংখ্যাটাকে নিয়ে গেলেন রেকর্ড সর্বোচ্চ পাঁচে। চলতি মৌসুমেও সেরার তালিকায় শীর্ষে অবস্থান মেসির। এখন পর্যন্ত সর্বোচ্চ ১৪টি গোল দিয়েছেন বার্সার হয়ে। সেই সঙ্গে স্প্যানিশ লা লিগার শীর্ষে অবস্থান করছে তার দল বার্সিলোনাও। বয়সে একত্রিশকেও ছাড়িয়ে গেছেন মেসি। কিন্তু তারপরও দলের প্রাণভোমরা হয়ে নিয়মিতই একের পর এক ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন মেসি। ৩১ বছর বয়সী মেসি বার্সিলোনার জার্সিতেও সর্বোচ্চ গোলদাতা। এখন পর্যন্ত ৬৫৫টি ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে জড়িয়েছেন ৬৫৫ গোল। লিওনেল মেসির চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডো গত মৌসুমেই লা লিগা ছেড়ে নতুন করে ঠিকানা গড়েছেন জুভেন্টাসে। ইতালিয়ান ক্লাবটিতে অবশ্য শুরুতে সুবিধে করতে পারেননি সিআর সেভেন। তবে একটু সময় নিয়েই স্বরূপে ফিরেছেন জুভেন্টাসের এই পর্তুগীজ সুপারস্টার। শুরুর ধাক্কা সামলিয়ে এখন নিয়মিতই গোল করছেন তিনি। খুব অল্প সময়ে জুভেন্টাসকেও আপন করে নিয়েছেন রোনাল্ডো। সম্প্রতি এক সাক্ষাতকারে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা ফুটবলার জানান, জুভেন্টাস এখন তার কাছে পরিবারের চেয়েও বেশি কিছু।
×