ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইডিইবি’র অভিনন্দন

প্রকাশিত: ০৪:১৫, ২ জানুয়ারি ২০১৯

আইডিইবি’র অভিনন্দন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক জনরায়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করতে যাওয়ায় গণতন্ত্রের মানসকন্যা, বিশ্ব মানবতার জননী, উন্নয়ন ও ভিজিটাল বাংলাদেশের সফল রূপকার জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ তথা মহাজোটের বিজয়ী প্রার্থীদের আন্তরিক অভিবাদন জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (্আইডিইবি)। সোমবার নির্বাচন পরবর্তী এক যৌথ বিবৃতিতে আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদ ও সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান এ অভিনন্দন জানান। বিবৃতিতে উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল থেকে মুক্তিযুদ্ধের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ তথা মহাজোট সমর্থিত প্রার্থীদের বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। -বিজ্ঞপ্তি বোমায় আহত যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ১ জানুয়ারি ॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বাজারে আওয়ামী লীগের নির্বাচনী মিছিলে বোমা হামলায় জখম রিংকু (৩২) মারা গেছেন। জানা যায়, ২০ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে হাসাদহ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী মিছিল বের করা হয়। এসময় একদল দুর্বৃত্ত মিছিলটির উপর দুটি বোমার বিস্ফোরন ঘটায়। এতে কাটাপোল গ্রামের ইনতাজ আলীর একমাত্র ছেলে রিংকু জখম হয়। তাকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হলে সোমবার রাতে মৃত্যু হয়। এ ঘটনায় ১৫৬ জনকে আসামি করে জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ এ মামলায় হাসাদহ ইউপির সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা সিরাজুল মাস্টার ও তার ছেলেসহ ৬ জনকে আটক করেছে।
×