ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমজাদের প্রার্থিতা স্থগিত

নীলফামারী-৪ আসনে বেবী নাজনীন ধানের শীষের প্রার্থী

প্রকাশিত: ০৬:০৬, ২৬ ডিসেম্বর ২০১৮

নীলফামারী-৪ আসনে বেবী নাজনীন ধানের শীষের প্রার্থী

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মোঃ আমজাদ হোসেন সরকারের প্রার্থিতা বাতিল করার পর সেখানে কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির খান মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন। তবে নীলফামারী জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক নাজিয়া শিরিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে জানান, এ সংক্রান্ত কোন পত্র তিনি পাননি বিধায় তিনি কিছুই জানেন না। তবে ওই আসনে বিএনপির প্রার্থি আমজাদ হোসেন সরকারের প্রার্থীতা স্থগিত তা নিশ্চিত করেন তিনি। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির খান সাংবাদিকদের বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিটার্নিং কর্মকর্তা বরাবর এক চিঠিতে এ মনোনয়ন চূড়ান্ত করেন। চিঠিতে মির্জা ফখরুল রিটার্নিং কর্মকর্তাকে বলেন, মোঃ আমজাদ হোসেনকে বিএনপি থেকে মনোনীত করা হয়েছিল; কিন্তু আদালত তার প্রার্থিতা স্থগিত করেছে। বেবী নাজনীনও বিএনপির বৈধ প্রার্থী। তাই তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দের অনুরোধ করা হলো। বেবী নাজনীন বিএনপি থেকে মনোনয়নের জন্য ফরম সংগ্রহ করেছিলেন। কিন্তু তাকে বিকল্প প্রার্থী হিসেবে রেখে মোঃ আমজাদ হোসেনকে মনোনয়ন দেয় বিএনপি। সোমবার মোঃ আমজাদ হোসেনের প্রার্থিতা স্থগিত করে হাইকোর্টের চেম্বার আদালত। তিনি সৈয়দপুর পৌরসভার মেয়র পদে থেকে নির্বাচন করছিলেন অভিযোগ করে তার বিরুদ্ধে আদালতে এক রিট আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত দেয় আদালত। উল্লেখ্য, বেবী নাজনীন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক।
×