ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চীনের বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ১৯:২৩, ২২ ডিসেম্বর ২০১৮

চীনের বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক ॥ চীন থেকে হ্যাকিং করা হচ্ছে এমন ‘মিথ্যা অপপ্রচারের’ জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করেছে দেশটি। এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টির প্রতিবাদ করেছে চীন। সম্প্রতি চীনের নিরাপত্তা বিভাগের সঙ্গে দুই হ্যাকারের সম্পর্ক রয়েছে, এমন অভিযোগ করেছে মার্কিন বিচার বিভাগ। এর পরই ওয়াশিংটনের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনলো বেইজিং। অভিযোগে বলা হয়েছে চীনা হ্যাকাররা অনেকগুলো দেশের কোম্পানী ও সংস্থায় হ্যাকিংয়ের চেষ্টা চালায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘সাইবার নিরাপত্তা ইস্যুতে চীনকে ঘাটানো বন্ধ করতে আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানাচ্ছি।’ চীন জানায়, এ দুই দেশের মধ্যে সম্পর্কের বড় ধরনের অবনতি হওয়া এড়াতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের হ্যাকারদের বিরুদ্ধে বিচার বন্ধ করা উচিত।
×