ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চীনের ভয়ঙ্কর ৪১ এ্যাপ

প্রকাশিত: ০৬:৪৪, ৯ ডিসেম্বর ২০১৮

চীনের ভয়ঙ্কর ৪১ এ্যাপ

টিকটক, কেওয়াই, শেয়ারইট, ইউসি লাইভ, বিগোলাইভ এমন বেশকিছু এ্যাপের সঙ্গে সবাই কম-বেশি পরিচিত। চীনা এই এ্যাপগুলো নিয়ে সম্প্রতি আতঙ্ক তৈরি হয়েছে। এসব এ্যাপ আসলে কী নিরাপদ ? প্রশ্নের জবাবে বিশেষজ্ঞরা বলছেন, এগুলো ‘ভয়ঙ্কর’। সম্প্রতি ভারতীয় গোয়েন্দারা চীনের এমন ৪১টি এ্যাপ নিয়ে সতর্ক করেছেন দেশটির জনগণকে। সতর্ক করেছে দেশটির প্রতিরক্ষা দফতরও। স্পাইওয়্যার, ম্যালওয়্যার রয়েছে এই এ্যাপগুলোতে, তাই সামরিক দফতরের কর্মীদেরও উইচ্যাটের মতো কোন এ্যাপ ফোনে ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। ওয়ান্ডার ক্যামেরা, ক্লিন মাস্টার, বাইডু এ্যাপের মতো সুবিধাজনক এ্যাপে আপত্তি রয়েছে। কারণ এর মাধ্যমে দেশের তথ্য বাইরে পাচার হয়ে যাওয়ার মতো অভিযোগও নাকি এসেছে, বলা হয়েছিল দেশটির বিবৃতিতে। চীনের তৈরি বিপজ্জনক এ্যাপের তালিকায় রয়েছে ৩৬০ সিকিউরিটি এ্যাপও। এই এ্যাপটি রয়েছে অনেকের মোবাইলেই। -অর্থনৈতিক রিপোর্টার এনভয় টেক্সটাইলস আইসিএমবিএ কর্পোরেশন এ্যাওয়ার্ড ২০১৭ (বস্ত্র খাতে প্রথম পুরস্কার) সম্মাননায় ভূষিত হয়েছে। শনিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে এনভয়ের পক্ষে পরিচালক তানভীর আহমেদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন
×