ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে চালু হচ্ছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র

প্রকাশিত: ০৪:২৫, ১ ডিসেম্বর ২০১৮

ঠাকুরগাঁওয়ে চালু হচ্ছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩০ নবেম্বর ॥ ঠাকুরগাঁওয়ে চালু হচ্ছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। সব কিছু ঠিক থাকলে আগামী ২/৩দিনের মধ্যে কেন্দ্রটি চালু হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত ঠিকাদার রামবাবুর ১০ তলা ‘রাধা ঊষা প্লাজা’র নিচ তলায় চালু হচ্ছে ভিসা আবেদন কেন্দ্রটি। এ ব্যাপারে রাম বাবু জানান, চুক্তি অনুযায়ী বৃহস্পতিবার তিনি ভবনের নিচ তলা তাদের কাছে হস্তান্তর করেছেন। জানা যায়, বাংলাদেশীদের ভিসা সেবা সহজ করতে ভারত সরকার ঠাকুরগাঁও, কুমিল্লা, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী ও ব্রাক্ষ্মণবাড়িয়াতে নতুন ভিসা আবেদন কেন্দ্র খুলবে। সূত্র জানায়, এখন থেকে বাংলাদেশীরা সিকিম, কাশ্মীরের লাদাখ ও অরুণাচলে ভ্রমণ করতে পারবেন। তবে এজন্য ভিসা আবেদনপত্রের পাশাপাশি আলাদা একটি আবেদনপত্র পূরণ করে ভারতীয় হাইকমিশনারের অনুমতি নিতে হবে। আগে এই তিনটি স্থানে বাংলাদেশী পর্যটকদের জন্য ভ্রমণে কড়াকড়ি ছিল।
×