ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নির্বাচনের প্রভাবে বিনিয়োগে মন্দা

প্রকাশিত: ০৪:১৫, ২৭ নভেম্বর ২০১৮

নির্বাচনের প্রভাবে বিনিয়োগে মন্দা

অর্থনৈতিক রিপোর্টার ॥ নির্বাচনী হাওয়া লেগেছে দেশের বিনিয়োগখাতে। বছরের শেষ প্রান্তে এসে দেশী-বিদেশী বিনিয়োগ সেই সঙ্গে ঋণ প্রবাহ হঠাৎই থমকে দাঁড়িয়েছে। বিনিয়োগ বোর্ড বলছে, নিবন্ধন গত ৪ বছরের মধ্যে সর্বনিম্ন। আর ব্যাংকাররা বলছেন, বড় গ্রাহকরা ধীরে চল নীতিতে অটল। তাই ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে ১৫ শতাংশের নিচে। বিশ্লেষকরা বলছেন, সুষ্ঠু নির্বাচনই সাময়িক এই স্থবিরতা কাটাতে পারে। বাংলাদেশে নির্বাচন মানেই উত্তেজনা। এর প্রভাব পড়ে বিনিয়োগ পরিবেশেও। তাই নতুন সরকারের বিনিয়োগ পলিসি কি হবে তা দেখার অপেক্ষায় থাকেন ব্যবসায়ীরা। গেল প্রায় ১ বছরে যে পরিমাণ দেশী ও বিদেশী বিনিয়োগ নিবন্ধিত হয়েছে তা বিগত ৪ বছরের মধ্যে সর্বনিম্ন। গত ৯ মাসে বিনিয়োগ নিবন্ধিত প্রকল্পের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৫টি। বিনিয়োগ মন্থরতার আরেকটি অকাট্য প্রমাণ মেলে ব্যাংক ঋণে। গেল প্রায় দেড় বছর ধরেই বেসরকারী প্রত্যাশার চেয়েও বেশি ঋণ যাওয়ায় কিছুটা চিন্তিত ছিল বাংলাদেশ ব্যাংক। কিন্তু আগস্ট শেষে হঠাৎ করেই ঋণ প্রবাহ কমে গেছে বেসরকারী খাতের। জুন থেকে আগস্ট সময়ে বেসরকারী খাতের ঋণ প্রবৃদ্ধি কমেছে ২ শতাংশ। সাবেক গবর্নর ড. সালেহউদ্দিন মনে করেন, বিনিয়োগ মন্থর হয়ে আসার মতো পরিবেশ এখন বাংলাদেশে বিদ্যমান নয়। কিন্তু অতীতের অভিজ্ঞতায় বিনিয়োগকারীরা ধীরে চলো নীতিতে চলছে বলে মনে করেন তিনি। তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বিনিয়োগ প্রবৃদ্ধিকে দ্রুত ইতিবাচক ধারায় নিয়ে আসতে পারে বলে মন্তব্য করেন তিনি।
×