ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে নির্বাচনের গণতান্ত্রিক-সুষ্ঠু পরিবেশ রয়েছে॥ ইইউ

প্রকাশিত: ০৭:১৫, ২৬ নভেম্বর ২০১৮

 বাংলাদেশে নির্বাচনের গণতান্ত্রিক-সুষ্ঠু পরিবেশ রয়েছে॥ ইইউ

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশে এ মুহূর্তে নির্বাচনের যথেষ্ট গণতান্ত্রিক ও সুষ্ঠু পরিবেশ বজায় থাকায় আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন। রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে একথা জানায় বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টারি বোর্ডের প্রতিনিধি দল। এ সময় নির্বাচন সুষ্ঠু হবার আশাবাদ ব্যক্ত করেন তারা। খবর ওয়েবসাইটের। এ সময় তারা বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সংসদ সদস্য হিসেবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখেছি। এই মুহূর্তে এখানে পুরোপুরি গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। আমাদের কিছু ভুল ধারণা ছিল। এদেশের মানবাধিকার ও কাজের পরিবেশ নিয়ে। কিন্তু পর্যবেক্ষণের পর আমাদের ধারণা বদলে গেছে। আগামী নির্বাচনে জনগণই ভোটের মাধ্যমে নির্বাচন করবে পরবর্তীতে কারা সরকার গঠন করবে। এখানে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আমরা আশা করছি। যেহেতু নির্বাচনের যথেষ্ট গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। তাই ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাবে না।
×