ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কলম্বো টেস্ট

বেয়ারস্টোর পর আদিল রশিদ

প্রকাশিত: ০৫:২৫, ২৫ নভেম্বর ২০১৮

 বেয়ারস্টোর পর আদিল রশিদ

স্পোর্টস রিপোর্টার ॥ টানা দুই জয়ে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। তবু এই ম্যাচটা সফরকারীদের জন্য গুরুত্বপূর্ণ, সেটি নতুন ইতিহাসের হাতছানির জন্য। প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের সুযোগটা মিস করতে চায় না দুরন্ত-দুর্বার ইংলিশরা। জো রুটের দল যেন সেদিকেই এগোচ্ছে। কলম্বো টেস্টে জনি বেয়ারস্টোর (১১০) দারুণ সেঞ্চুরির সৌজন্যে অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে ৩৩৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ইংল্যান্ড, এরপর প্রতিপক্ষকে গুটিয়ে দিয়েছে ২৪০-এ। ৫ উইকেট নিয়েছেন লেগস্পিনার আদিল রশিদ। সবমিলিয়ে ৯৯ রানের লিড ইংল্যান্ডের। ঘরের মাঠে প্রথমবারের মতো ইংলিশদের কাছে হোয়াইটওয়াশের লজ্জায় না পড়তে চাইলে কলম্বো টেস্টে জিততেই হবে লঙ্কানদের। ব্যর্থতার বৃত্তে বন্দী সুরাঙ্গা লাকমল-এ্যাঞ্জেলো ম্যাথুসদের জন্য কাজটা ভীষণ কঠিন। ৭ উইকেটে ৩১২ রান নিয়ে শনিবার দ্বিতীয়দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। আর ২৪ রান যোগ করতে শেষ দুই উইকেট হারায় সফরকারীরা। আদিল রশিদ অপরাজিত থাকেন ২১ রান করে। শ্রীলঙ্কার হয়ে লক্ষণ সান্দাকান ৫, দিলরুয়ান পেরেরা ৩ ও মিলিন্দা পুষ্পকুমারা নেন ২ উইকেট। ইংলিশ ইনিংসের সেঞ্চুরিয়ান বেয়ারস্টোর কথা আলাদা করে বলতে হবে। খেলেন ১১০ রানের চমৎকার ইনিংস। এই সিরিজের আগে ইংল্যান্ডের প্রথম পছন্দের উইকেটকিপার হলেও বেয়ারস্টো প্রথম দুই ম্যাচে বাইরে ছিলেন চোট নিয়ে। তার জায়গায় দলে এসে বেন ফোকস অভিষেকেই করেন ম্যাচ জেতানো সেঞ্চুরি। উইকেটের পেছনেও ছিলেন দুর্দান্ত। দ্বিতীয় টেস্টেও খেলেছেন দারুণ ইনিংস। বেয়ারস্টো ফিট হয়ে উঠলেও তাই ফিরে পাচ্ছিলেন না জায়গা। এই টেস্টের আগে স্যাম কুরানের চোটের কারণে আবার সুযোগে নিজের জাত চেনালেন বেয়ারস্টো। শ্রীলঙ্কার বিরূপ কন্ডিশনে ক্যারিয়ারের ৬০তম টেস্টে তুলে নিলেন ষষ্ঠ সেঞ্চুরি। জবাবে ৩ উইকেটে ২০০ রান তুলে দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছিল লঙ্কানরা। কিন্তু এরপরই রশিদের ঘূর্ণিতে বেসামাল স্বাগতিকরা ৪০ রান তুলতে হারায় শেষ ৭ উইকেট। দিমুথ করুনারতেœ (৮৩) ও ধনঞ্জয়া ডি সিলভা (৭৩) ছাড়া কেউই সুবিধা করতে পারেননি। স্কোর ॥ ইংল্যান্ড প্রথম ইনিংস ॥ ৩৩৬/১০ (বার্নস ১৪, জেনিংস ১৩, বেয়ারস্টো ১১০, রুট ৪৬, স্টোকস ৫৭, বাটলার ১৬, মঈন ৩৩, ফোকস ১৩, রশিদ ২১*; লাকমল ০/৩৩, দিলরুয়ান ৩/১১৩, পুষ্পকুমারা ২/৬৪, সান্দাকান ৫/৯৫, ধনঞ্জয়া ০/১৬, গুনাথিলাকা ০/৫)। ও দ্বিতীয় ইনিংস ॥ ৩/০ (৪ ওভার; বার্নস ২*, জেনিংস ১*) শ্রীলঙ্কা প্রথম ইনিংস ॥ ২৪০/১০ (৬৫.৫ ওভার; গুনাথিলাকা ১৮, করুনারতেœ ৮৩, ধনঞ্জয়া ৭৩, মেন্ডিস ২৭, ম্যাথুস ৫, সিলভা ৩, দিকওয়েলা ৫, পেরেরা ০, লাকমল ৩*, সান্দাকান ২, পুষ্পকুমারা ১৩; লিচ ১/৫৯, রশিদ ৫/৪৯, স্টোকস ৩/৩০)। ** দ্বিতীয়দিন শেষে
×