ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ড্র করে গ্রুপপর্ব শেষ পর্তুগালের

প্রকাশিত: ০৭:০৬, ২৩ নভেম্বর ২০১৮

 ড্র করে গ্রুপপর্ব শেষ পর্তুগালের

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি বছরই চালু হয়েছে নতুন প্রতিযোগিতা ‘উয়েফা নেশন্স লীগ’। প্রতি দুই বছর পরপর বসবে ইউরোপিয়ান এই আসর। প্রথম আসরে ইউরোপের ৫৫টি দেশকে ভাগ করা হয়েছে চারটি বিভাগে। চারটি বিভাগের দলগুলো আবার বিভক্ত হয় চারটি গ্রুপে। সেই গ্রুপের খেলাগুলো হচ্ছে সেপ্টেম্বর থেকে নবেম্বরের মধ্যে। প্রতিযোগিতায় চলতি রাউন্ডের খেলার শেষদিন ছিল মঙ্গলবার। যেখানে জয় পেয়েছে সুইডেন, স্কটল্যান্ড, রোমানিয়া, কসোভো ও সার্বিয়া। তবে ড্র করেছে আগেই শেষ চার নিশ্চিত করা পর্তুগাল। ইতোমধ্যে চারটি দলের সেমিফাইনাল নিশ্চিত হয়। লীগ ‘এ’র ফাইনাল ফোরে উঠেছে পর্তুগাল, সুইজারল্যান্ড, হল্যান্ড ও ইংল্যান্ড। শেষদিনের ম্যাচে সুইডেন ২-০ গোলে রাশিয়াকে, স্কটল্যান্ড ৩-২ গোলে ইসরাইলকে, রোমানিয়া ১-০ গোলে মন্টেনিগ্রকে, সার্বিয়া ৪-২ গোলে লিথুনিয়াকে এবং কসোভো ৪-০ গোলে আজারবাইজানকে পরাজিত করে। আর অবনমনে যাওয়া পোল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোহীন ১০ জনের পর্তুগাল। লীগ ‘এ’তে ছিল ইউরোপিয়ান র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১২ দল। এই র‌্যাঙ্কিং অবশ্য ফিফার মতো নয়।
×