স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মনোনয়ন নিশ্চিতের আগেই সদ্য দলে ভেড়া বিএনপির সাবেক এমপি আবু হেনাকে অবাঞ্ছিত ঘোষণা করে দলীয় মনোনয়ন না দেয়ার দাবি করেছেন বাগমারা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। সোমবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলন থেকে আবু হেনাকে ‘বসন্তের কোকিল’ আখ্যা দিয়ে তাকে বাগমারায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাগমারা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এসএম আরিফুল ইসলাম। তিনি উল্লেখ করেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে ঘিরে বাগমারা আসনে (রাজশাহী-৪) সাবেক এমপি আবু হেনার হঠাৎ উদ্ভব হয়েছে। সুবিধাবাদী ও বিএনপি বিদ্রোহী আবু হেনাকে পুনরায় বাগমারায় এমপি পদে মনোনয়ন দেয়া হলে তৃণমূলের বিএনপি তাকে মেনে নেবে না। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, আবু হেনা ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে বিএনপির মনোনয়নে এমপি নির্বাচিত হন। পর পর দুইবার নির্বাচিত হলেও জনগণের সেবা কার্যক্রম চালাতে ব্যর্থ হন। দ্বিতীয়বার এমপি হওয়ার পর মন্ত্রিত্ব নেয়ার যুদ্ধে ব্যর্থ হয়ে দলে থেকেও বিএনপির বিরোধিতা শুরু করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, তার সময়েই জঙ্গী তৎপরতার উত্থান ঘটে বাগমারায়। সংবাদ সম্মেলন থেকে আবু হেনাকে বাদ দিয়ে বিএনপির যোগ্য প্রার্থীকে মনোনয়নের জোর দাবি জানানো হয়।