ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুর্ঘটনায় আহত সেই র‌্যাব কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত: ১৯:০৫, ৩১ অক্টোবর ২০১৮

দুর্ঘটনায় আহত সেই র‌্যাব কর্মকর্তার মৃত্যু

অনলাইন রির্পোটার ॥ রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ইন্টারনাল কনটেইনার ডিপোতে র‌্যাবর জন্য আনা মালামাল গ্রহণ করতে গিয়ে আহত র‌্যাব কর্মকর্তা সার্জেন্ট আবু জাফর মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে কমলাপুরে কনটেইনার দুর্ঘটনায় আহত হন তিনি। পরে গুরুতর অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে সিএমএইচে নেয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে মারা যান তিনি। র্যাব সদর দফতর থেকে পাঠানো ক্ষুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। বার্তায় বলা হয়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার সময় কমলাপুর রেলস্টেশনে র‌্যাব সদর দফতরের কমিউনিকেশন অ্যান্ড এমআইএস উইংয়ে কর্মরত সার্জেন্ট আবু জাফর গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন। অতঃপর দ্রুত সিএমএইচ ঢাকায় আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, মালবাহী ট্রেনে র্যাবের কিছু মালামাল এসেছিল যা আনতে র‌্যাব -৩ এর পক্ষ থেকে সেখানে উপস্থিত হন সার্জেন্ট জাফর। মালামাল নামানোর সময় ইন্টারনাল কনটেইনার ডিপোর ভেতরে কনটেইনার দুর্ঘটনায় গুরুতর আহত হন।
×