ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাইর বোলসোনরো ব্রাজিলের প্রেসিডেন্ট

প্রকাশিত: ০৭:২২, ৩১ অক্টোবর ২০১৮

জাইর বোলসোনরো ব্রাজিলের প্রেসিডেন্ট

গত ১৫ বছরের মধ্যে ১৩ বছর (২০০৩-২০১৬) ব্রাজিল বামপন্থী ওয়ার্কার্স পার্টির শাসনাধীন ছিল। তাদের জনপ্রিয়তা হ্রাস পাওয়ার মধ্য দিয়েই ৬৩ বছর বয়সী কংগ্রেসম্যান বোলসোনরোর উত্থান। ২০১৬ সালে গভীর অর্থনৈতিক মন্দা ও রাজনৈতিক দুর্নীতির মুখে ক্ষমতা হারায় ওয়ার্কার্স পার্টি। গত দুই বছর ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করেছেন রক্ষণশীল নেতা মিশেল তেমের। কিন্তু ব্রাজিলীয়দের মধ্যে তিনি অত্যন্ত অজনপ্রিয় বলে প্রমাণিত হন। বিদায়ী এই প্রেসিডেন্টের জনপ্রিয়তার রেটিং রেকর্ড পরিমাণ হ্রাস পেয়ে মাত্র ২ শতাংশে দাঁড়িয়েছে। রোববার অনুষ্ঠিত নির্বাচনে বোলসোনরো ৫৫ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে ৪৪ দশমিক ৮ শতাংশ ভোট পাওয়া বামপন্থী ওয়ার্কার্স পার্টির প্রার্থী ফের্নেন্দো হাদাজিকে পরাজিত করেন। অবশেষে কট্টর ডানপন্থী প্রার্থী জাইর বোলসোনরো হলেন ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট। সূত্র : ইন্টারনেট
×