ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অসময়ে ছন্দময় জয় মৌসুমী-মারিয়াদের

প্রকাশিত: ০৬:৫১, ২৯ অক্টোবর ২০১৮

 অসময়ে ছন্দময় জয় মৌসুমী-মারিয়াদের

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম দুই ম্যাচ হেরে গ্রুপপর্বেই বিদায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের তরুণীদের। শেষ ম্যাচ তাই ছিল শুধুই নিয়মরক্ষার। তবে বাংলার মেয়েরা এটাকে নিয়মরক্ষা হিসেবে নেননি। আগেই বাদ পড়লেও শেষ ম্যাচটা জিততে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন মৌসুমী, মারিয়া, সানজিদারা। অবশেষে সংকল্প কাজে দিয়েছে। এএফসি অনুর্ধ-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে গোলোৎসব করে জয় পেয়েছে বাংলাদেশ। রবিবার রাতে তাজিকিস্তানের দুশানবের হিশর সেন্ট্রাল স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে স্বাগতিক তাজিকিস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে কোচ গোলাম রব্বানী ছোটনের দল। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ৩-১ গোলে। দলের পক্ষে হ্যাটট্রিক করেন মনিকা চাকমা। অপর গোল দুটি করেন কৃষ্ণা রানী সরকার ও শামসুন্নাহার। যে কারণে গোলদাতার নাম ছাড়াই নিউজ করেছে বেশিরভাগ সংবাদ মাধ্যম। এটি এএফসি অনুর্ধ-১৯ আসরে প্রথম জয় বাংলাদেশের। এর আগে ২০১২ সালে প্রথমবার অংশ নিয়ে সবকটিতেই হেরেছিল বাংলার তরুণীরা। সেবার গ্রুপপর্বে উজবেকিস্তানের কাছে ২-০ ও ভারতের কাছে হেরেছিল ১-০ গোলে। চূড়ান্তপর্বে খেলার স্বপ্ন পূরণ না হলেও এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ০-৭ গোলে এবং দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের কাছে ০-২ গোলে হেরে যায়। পক্ষান্তরে তাজিকিস্তান বাংলাদেশ ছাড়াও হারে যথাক্রমে চাইনিজ তাইপের কাছে ০-৭ ও দক্ষিণ কোরিয়ার কাছে ০-৩ গোলে। এর আগেও তাজিকিস্তানকে হারানোর সুখস্মৃতি আছে বাংলাদেশের। ২০১৪ সালে এএফসি অনুর্ধ-১৪ বালিকা আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে (সাউথ এ্যান্ড সেন্ট্রাল) তাজিকিস্তানকে ৯-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। অতীতের সেই ইতিবাচক ফলের আত্মবিশ্বাস সঙ্গী করে এবারও প্রতাশিত জয় পেয়েছে বাংলার বাঘিনীরা। এই জয়ে কিছুটা হলেও স্বস্তি নিয়ে দেশে ফিরতে পারছেন মেয়েরা। সফরে সফল হতে না পারলেও দেশের ফুটবলকে সাফল্যের সোনারোদে ভাসিয়ে চলেছেন মেয়েরাই। গত কয়েক বছর ধরেই দুর্দান্ত ধারাবাহিক সাফল্য পাচ্ছেন মৌসুমী, মারিয়া, সানজিদা, স্বপ্নারা। গত এগারো মাসে অনুর্ধ পর্যায়ে বাংলাদেশের মেয়েরা তিনটি শিরোপা জিতেছে। যার মধ্যে দু’টি জিতেছে সেপ্টেম্বর ও চলতি মাসে।
×