ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খাগড়াছড়িতে কঠিন চীবরদান উৎসব পালন

প্রকাশিত: ০৬:৩৮, ২৯ অক্টোবর ২০১৮

 খাগড়াছড়িতে কঠিন চীবরদান উৎসব পালন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ জেলা সদরের মৈত্রী বৌদ্ধ বিহারে বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ২৭তম দানোত্তম কঠিন চীবরদান উৎসব পালিত হয়েছে। এ উৎসব উপলক্ষে বিহার প্রাঙ্গণে দিনব্যাপী ধর্মদেশনা, সংঘদান, বুদ্ধ মূর্তিদান, পঞ্চশীল গ্রহণ, ধর্মীয় বন্দনা সঙ্গীত এবং চীবরদান অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক বৌদ্ধ সম্প্রদায়ের নর-নারীরা এই সব ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, এনএসডব্লিউসি, পিএসসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিএফআই-এর অধিনায়ক কর্নেল মাহবুবুর রহমান ছিদ্দিকী, খাগড়াছড়ির সুপার মোহাঃ আহমার উজ্জামান, আলম, খাগড়াছড়ি সদর জোনের উপ-অধিনায়ক মেজর মাকসুদ আলম ও খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন জি এসও-২ ইন ।
×