ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টি২০ দল থেকে বাদ পড়লেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক

বিশ্রামের নামে বার্তা পেলেন ধোনি?

প্রকাশিত: ০৫:৫৬, ২৮ অক্টোবর ২০১৮

বিশ্রামের নামে বার্তা পেলেন ধোনি?

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ধোনি দ্য ফিনিশার’- দু’বছর আগেও এই নামে ডাকা হতো তাকে। সময় বদলেছে, বয়সও ৩৭ ছাড়িয়ে ৩৮-এর ঘরে। টেস্ট ছেড়ে এখন খেলছেন কেবল রঙিন পোশাকের ক্রিকেটে। তবে স্ট্রাইক রেটটা সময়ের চেয়ে ঢের স্লো। ভারতের দু’দুটি বিশ্বকাপ জয়ী অধিনায়ক তাই ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই সিরিজের টি২০ দল থেকে বাদ পড়লেন। নির্বাচকদের ভাষায়, যেটি ‘বিশ্রাম’। তবে বিশ্লেষক ও সংবাদ মাধ্যমের ধারণা এর মধ্য দিয়ে মাহি আসলে টি২০তে শেষের পদধনি শুনতে পেলেন। ২০০৭ প্রথম বিশ্বকাপেই দেশকে শিরোপা জিতিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন তরুণ ধোনি। ক্যাপ্টেন কুলের নেতৃত্বে এরপর ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপের ট্রফিও ফিরিয়ে এনেছিল ভারত। ব্যাট হাতে, উইকেটের পেছনে দুর্দান্ত সব পারফর্মেন্সে এখন কেবলই ইতিহাস। ধোনি যেন নিজের ছায়া হয়ে টিকে আছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে ভারত। এরপর অস্ট্রেলিয়া সফরেও রয়েছে তিন ম্যাচের টি২০। এ দুটি টি২০ সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট, যেখানে জায়গা হয়নি সংক্ষিপ্ত সংস্করণের অন্যতম সেরা ‘ফিনিশার’ খ্যাত মহেন্দ্র সিং ধোনির। অনেকের মতে, এই বাদ পড়ার মধ্যে দিয়ে ধোনির টি২০ ক্যারিয়ারটাই আসলে শেষ হতে যাচ্ছে। যদিও প্রধান নির্বাচক এম এস কে প্রসাদ বলেছেন, ‘ধোনিকে বাদ দেয়া নয়, বিশ্রাম দেয়া হয়েছে।’ ২০১৪ সালে টেস্ট ছাড়ার পর ওয়ানডে ও টি২০ খেলে যাচ্ছিলেন ৩৭ বছর ১১২ দিন (শনিবার) বয়সী ধোনি। এ বছর ভারতের হয়ে ৭টি টি২০ খেলেছেন। এই সাত ম্যাচের মধ্যে একটি মাত্র ফিফটি আর একটি ত্রিশোর্ধ্ব রানের ইনিংস ছাড়া উল্লেখ করার মতো পারফর্মেন্স নেই। ওয়ানডে সংস্করণেও সেই ধোনিকে আর দেখা যাচ্ছে না। অথচ শ্রীলঙ্কায় নিদাহাস টি২০ সিরিজ ও কিছুদিন আগে এশিয়া কাপে সুপার বিরাট কোহলির অনুপস্থিতিতে তাকেই সবচেয়ে উজ্জ্বল দেখানোর কথা ছিল। পরিস্থিতি যা-ই হোক না কেন, জয় ছিনিয়ে আনার যে সহজাত ক্ষমতা দেখিয়েছেন এত বছর ধরে, সেই ধোনি সাম্প্রতিক সময়ে অনুপস্থিতি। দুটি টি২০ সিরিজের জায়গা না পাওয়ায় তাই প্রশ্ন উঠেছে, ধোনির টি২০ ক্যারিয়ার তাহলে শেষ? প্রধান নির্বাচক এম এস কে প্রসাদের বক্তব্য, ‘না, এখনও নয়।’ ধোনিকে ‘বিশ্রাম’ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তার ব্যাখ্যা, ‘দ্বিতীয় উইকেটরক্ষকের কোটা পূরণের জন্য আমরা বাকি উইকেটরক্ষকদের পরখ করে দেখতে চাই। সেটি ঋষভ পন্থ ও দীনেশ কার্তিকের মধ্য থেকে চূড়ান্ত হবে।’ আসন্ন দুটি টি২০ সিরিজের জন্য পন্থ ও কার্তিককে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিরাট কোহলিকে অবশ্য বিশ্রাম দেয়া হয়েছে শুধু ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ থেকে। যথারীতি নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। এ দুটি টি২০ সিরিজ ছাড়া আগামী ছয় মাসের মধ্যে শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে আরেকটি টি২০ সিরিজ খেলবে ভারত। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ধোনির বয়স হবে ৩৮ বছর। ৫০ ওভারের এই বিশ্বকাপ দলে ধোনি হয়তো থাকবেন। কিন্তু পরের বছর টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে দেখা যাবে কি না তা নিয়ে বুদ্?বুদ করা সন্দেহটা এই বাদ পড়ার মধ্যে দিয়ে দানা বেঁধে উঠল।
×