ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে দুই দিনব্যাপী কিশোরী ফুটবল প্রতিযোগিতা শুরু

প্রকাশিত: ০৩:০৬, ২৫ অক্টোবর ২০১৮

ঠাকুরগাঁওয়ে দুই দিনব্যাপী কিশোরী ফুটবল প্রতিযোগিতা শুরু

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ “এগিয়ে যাচ্ছে কিশোরী, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে দুই দিনব্যাপী কিশোরী ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড়মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় আরকে স্টেট উচ্চ বিদ্যালয় ৩-১ গোলে হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। এর আগে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক শীলাব্রত কর্মকার। এসময় বক্তব্য রাখেন, নারী নেত্রী ও সমাজসেবী মিসেস এহিয়া রউফ, এমকেপি’র সমন্বয়কারী সাদেকুল ইসলাম ও মৌসুমী রহমান প্রমূখ। দাতা সংস্থা ডিয়াকোনিয়া বাংলাদেশ এর সহযোগিতায় মানবকল্যাণ পরিষদ আয়োজিত এই কিশোরী ফুটবল প্রতিযোগিতায় চারটি দল অংশ নিচ্ছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা।
×