ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে চীনা নাগরিকের গাড়িতে ডাকাত দলের হামলা

প্রকাশিত: ০৪:২৪, ২৪ অক্টোবর ২০১৮

বাঁশখালীতে চীনা নাগরিকের গাড়িতে ডাকাত দলের হামলা

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, চট্টগ্রাম, ২৩ অক্টোবর ॥ উপজেলার গন্ডামারা এলাকায় নির্মাণাধীন বেসরকারী পর্যায়ের দেশের সর্ব বৃহৎ কয়লা বিদ্যুত প্রকল্পে কর্মরত চীনা নাগরিকের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটিয়েছে সংঘবদ্ধ ডাকাতদল। সোমবার রাত ৯টার দিকে প্রকল্প থেকে কাজ সেরে উপজেলা সদরে বাসায় ফেরার পথে সশস্ত্র ডাকাতদল বিদেশী নাগরিককে বহনকারী গাড়িতে অকস্মাৎ গুলিবর্ষণ শুরু করে। খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গেলে ডাকাতদল তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে কোন বিদেশী নাগরিক হতাহত না হলেও পুলিশসহ অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মিনি ট্রাকের চালক আইয়ুবকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, উপজেলার গন্ডামারা ইউনিয়নে চীনের ২টি কোম্পানী ও এস আলম গ্রুপের যৌথ উদ্যোগে কয়লা বিদ্যুত প্রকল্প নির্মাণ করা হচ্ছে।
×